রোজার আগেই ২ লাখ টন পেঁয়াজ আমদানি করবে সরকার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে আসন্ন রমজানের আগেই ৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে দুই লাখ টন পেঁয়াজ আমদানি করা হবে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তোফায়েল আহমেদ বলেন, সিটি গ্রুপ আমদানি করবে ৫০ হাজার টন, মেঘনা গ্রুপ ৫০ হাজার টন, এস আলম গ্রুপ ৫০ হাজার টন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করা হবে। তিনি আরও বলেন, এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানও আমদানি করবে। তাদের যদি কোনো সমস্যা হয় তাদের সব ধরনের সহযোগিতা সরকার করবে। সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: ২৬ টাকায় ধান ও ২৮ টাকা কেজিতে গম কিনবে সরকার মিয়ানমার থেকে ২৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি পোশাকখাতে প্রণোদনা বাড়ানো কথা ভাবছে সরকার ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার অনুরোধ জানাব : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর দেশে পেঁয়াজ উদ্বৃত্ত থাকবে : কৃষিমন্ত্রী সাত মাসে মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স এসেছে ৬৩৪ কোটি ডলার স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ : মালিক সমিতি এবার কোরবানির পশু আসবে ট্রেনে পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার: কৃষিমন্ত্রী ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ২ লাখ টনপেঁয়াজ আমদানিরোজার আগেসরকার