গাজীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০ নিউজ ডেস্ক :গাজীপুর মহানগরের দিঘির চালা এলাকা থেকে শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫-২৬ বছর বয়সী ওই যুবকের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ইলতুৎমিশ, বাসন থানার ওসি রফিকুল ইসলাম এবং গাজীপুর পিবিআই সদস্যরা ঘটনাস্থলে যান। বাসন থানার থানার ওসি: রফিকুল ইসলাম জানান, সকাল সোয়া আটটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কালো গেঞ্জি, কালো প্যান্ট ও বাম পায়ে কেডস রয়েছে। গাজীপুর পিবিআই’র এসআই সজিবুল হাসান জানান, তার পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যার পর সেবা হাসপাতালের পিছনে ডানা প্লাজার পাশে ফেলে রেখে গেছে। তার ডান পায়ের কেডসটি স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের স্পিডব্রেকারের পাশ থেকে পাওয়া গেছে। তার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ভোটার আইডির তথ্য দেখে পরিচয় মেলানোর চেষ্টা চলছে। Share this:FacebookX Related posts: বেনাপোলে যুবকের লাশ উদ্ধার বুড়িগঙ্গায় নিখোঁজ প্রকৌশলীর লাশ উদ্ধার হালুয়াঘাটে নবজাতকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার গাজীপুরে দুইজনের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে মিলল যুবকের লাশ ভালুকায় বৃদ্ধের লাশ উদ্ধার নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার গৌরীপুরে মৃত নবজাতকের লাশ উদ্ধার কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার চরভদ্রাসনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু SHARES Matched Content সারা বাংলা বিষয়: অজ্ঞাতউদ্ধারগাজীপুরেযুবকেরলাশ