বিস্ফোরণের ৪৬ বছর পর অভিযুক্ত গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক :উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের প্রতিবাদে যুক্তরাজ্যের বার্মিংহামে একটি বিস্ফোরণ হয়েছিল ৪৬ বছর আগে, ১৯৭৪ সালে। উত্তর আয়ারল্যান্ডের পুলিশ ও সন্ত্রাসবিরোধী শাখার কর্মকর্তারা সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেশটির বেলফাস্ট নগরী থেকে ৬৫ বছর বয়সীকে গ্রেফতার করেছে। খবর ডয়েচে ভেলের। কোনো অপরাধের ক্ষেত্রে তদন্ত করে অভিযুক্তকে ধরতে কয়েক দিন বা কয়েক মাস, নিদেনপক্ষে কয়েক বছর হয়তো লাগতে পারে। কিন্তু তাই বলে সাড়ে চার দশকের বেশি সময় লাগবে এমনটা অনেকেই ভাবেননি। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে ওই ব্যক্তিকে ধরা হয়েছে। তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। বার্মিংহামের ঘটনার জন্য তিনিই দায়ী। উত্তর আয়ারল্যান্ডের একটি থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বার্মিংহামের ওই ভয়াবহ বিস্ফোরণে ২১ জন নিহত হয়। আহত হয়েছিলেন ১৮২ জন। আইরিশ জাতীয়তাবাদীরা তখন উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের প্রতিবাদে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত ছিলেন। প্রাণঘাতী ওই বিস্ফোরণ ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনাগুলোর মধ্যে একটি। অভিযোগ, ১৯৭৪ সালে ২১ নভেম্বর বার্মিংহামে ওই জোড়া বিস্ফোরণ করেছিল আইরিশ রিপাবলিকান আর্মি (আইআরএ)। বিস্ফোরণে ঘটনায় ছয় জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ১৯৭৫ থেকে ৯১ পর্যন্ত কারাভোগের পর আদালতের রায়ে তারা মুক্তি পান। কারণ, তারা ওই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন না। এর পর আর কাউকে গ্রেফতার করা হয়নি। এ ছাড়া আইরিশ রিপাবলিকান আর্মিও এই ঘটনার কোনো দায় স্বীকার করেনি। অবশেষে ৪৬ বছর পর আবার একজনকে গ্রেফতার করলো দেশটির পুলিশ। Share this:FacebookX Related posts: ২৮ বছর পর নাগোরনো-কারাবাখে আজানের ধ্বনি ৪০০ বছর পর মহাজাগতিক ঘটনার সাক্ষী হচ্ছে বিশ্ব ১৩ বছর পর সেই খলিল আটক মুম্বাইয়ে মাস্ক না পরলেই গ্রেফতার ৭ মাস পর খুললো উহানের সব স্কুল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজকে রক্ষা করেন ট্রাম্প ৬ মাস পর খুলল তাজমহল হারিকেন ডেল্টার পর যুক্তরাষ্ট্রে বন্যা সতর্কতা জারি ধর্ষণের পর মা-ছেলেকে বেঁধে নদীতে ফেলে দিল দুষ্কৃতকারীরা বিভক্তি নয়, ঐক্যের প্রেসিডেন্ট হবো: জয়ের পর প্রথম ভাষণে বাইডেন যুক্তরাজ্যে প্রথম ভ্যাকসিন নিলেন ৯০ বছর বয়সী নারী ভ্যাকসিন নষ্ট করার অভিযোগে মার্কিন ফার্মাসিস্ট গ্রেফতার SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৪৬অভিযুক্তগ্রেফতারপরবছরবিস্ফোরণের