ঢাকা-১৮ আসনে ফের নির্বাচনের দাবি বিএনপির দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ নিউজ ডেস্ক :ঢাকা-১৮ আসনের নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে দলের ভাইস-চেয়ারম্যান আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আব্দুস সালামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। গত ১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৮ আসন। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮। এতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মবিবুল্লাহ বাহার। এদিকে ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘নিকুঞ্জ, খিলক্ষেত ও উত্তরার ১৪টি কেন্দ্রের ৭০টি বুথ পরিদর্শন করেছি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার ধারণা হয়েছে, একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এ নির্বাচন আরও নিচে নেমে গেছে। নির্বাচন মোটেই অংশগ্রহণমূলক হয়নি।’ কেএইচ/এফআর/এমকেএইচ Share this:FacebookX Related posts: ঢাকা দক্ষিণে সাত মেয়র প্রার্থীই বৈধ ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই : তাপস ঢাকা-১৮ উপনির্বাচন : মনোনয়ন জমা দিলেন আ.লীগ প্রার্থী ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট কাল বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা বিএনপির মেয়র প্রার্থীসহ ১৩ প্রার্থীর ভোট বর্জন তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০ আসনের উপনির্বাচন ২১ মার্চ চট্টগ্রাম সিটি-যশোর-বগুড়ায় ভোট ২৯ মার্চ শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন স্বতন্ত্র প্রার্থী আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের পরাজিতদের হামলায় বিএনপির বিজয়ী প্রার্থী নিহত SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ১৮আসনেঢাকাদাবিনির্বাচনেরফেরবিএনপির