পটিয়ায় দক্ষিণ জেলা জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ- জাতীয় পার্টি চট্টগাম দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে পটিয়াস্থ দলীয় জেলার কার্যালয়ে ১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক সামশুল আলম মাষ্টার।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহবায়ক হাজী আবদুল গফুর চৌধুরী, পটিয়া পৌর জাপা’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাপা’র কেন্দ্রীয় সদস্য ও দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক আমান উল্লা আমান, জেলার যুগ্ম আহবায়ক যথাক্রমে আবদুর ছত্তার রনি, রফিক আহমদ চেয়ারম্যান, মোঃ মিয়া চৌধুরী, নুরুল ইসলাম কমিশনার, আবু বক্কর ছিদ্দিকি, আলী আকবর চেয়ারম্যান, আজিজ মিয়া চৌধুরী, সাতকানিয়া উপজেলার সভাপতি হাজী আবদু ছত্তার, পটিয়ার সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, বোয়ালখালীর সাধারণ সম্পাদক দিদারুল আলম ফজু,

কর্ণফুলীর সাধারণ সম্পাদক মোঃ আলী, পটিয়ার সহ-সভাপতি মনির আহমদ চেয়ারম্যান, নাছির উদ্দীন, নেজাম সওঃ, রমজান মুন্সি, রণজিত ভট্টাচার্য্য কালু, মেম্বার মিলন কান্তি দাশ, নাজিম উদ্দীন মজুমদার, পটিয়া পৌর জাপার সহ-সভাপতি সেলিম চৌধুরী, জেলার স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মাহবুবুর রহমান, জেলা যুব সংহতি সভাপতি মেম্বার জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক দুলা মিয়া চৌধুরী, জেলা ছাত্র সমাজের আহবায়ক নুর মোহাম্মদ জসিম, যুগ্ম আহবায়ক রাজীব চৌধুরী রাজু, সদস্য সচিব মুহাম্মদ ইয়াছিন, জসিম উদ্দীন বাবর, নুরুচ্ছফা, দিদারুল আলম, রঞ্জন ধর, আমিন ফারুকী, পটিয়া উপজেলা ছাত্র সমাজ সাধারণ সম্পাদক রবিউল হাসান, পৌর সাধারণ সম্পাদক ইয়াছিন আকাশ, পারভেজ, সাজ্জাদ, আসিফ প্রমুখ। সভায় বক্তারা জাতীয় পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে আগামীতে নতুন বাংলাদেশ গড়তে সকলকে জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

ফিরে দেখা, খুলনায় র‌্যাব-পুলিশের অভিযানে বন্দুকযুদ্ধে নিহত-২০