যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণা,দুই প্রতারক গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০ নিউজ ডেস্ক :প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতাররা হলেন-মো. আশরাফ আলী খান (৫২) ও মো. আব্দুল কাদির আনোয়ার (৪৩)। গত বুধবার (০৪ নভেম্বর) মগবাজর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ক্যান্টনমেন্ট জোনাল টিম। গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার জানান, গ্রেফতাররা প্রথমে সাধারণ মানুষের সঙ্গে পরিচিত হয়ে সখ্যতা গড়ে তোলেন। এরপর তারা নিজেদের প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব, ডিজি, বিভিন্ন প্রকল্পের পরিচালক, কখনও আবার এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। এভাবে টাকা হাতিয়ে নেয়ার কিছুদিন পর তারা আত্মগোপনে চলে যান। তাদের এমন ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন অনেক মানুষ। এডিসি আরও জানান, প্রতারকরা করোনাকালে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে করোনা মহামারি সংক্রান্তে প্রণোদনা প্যাকেজ হতে ১৫-২০ লাখ টাকা লোন পাইয়ে দেয়ার কথা বলে অনেক মানুষের কাছ থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন। গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। Share this:FacebookX Related posts: পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন কাউকে গ্রেফতারের এখতিয়ার নেই দুদকের দুই বিমান লিজে সরকারের ক্ষতি ১১০০ কোটি টাকা ৩৯ বীর মুক্তিযোদ্ধাকে সচিব-উপসচিব পদমর্যাদা দেয়ার নির্দেশ গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৮ জানুয়ারির পর এইচএসসির ফল : মন্ত্রিপরিষদ সচিব ‘বিট কয়েন’ মূল প্রতারক গাজীপুরে গ্রেপ্তার ডেমরায় ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩ রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫ ঢাকা এসেই গ্রেফতার সিকদার গ্রুপের এমডি রন SHARES Matched Content জাতীয় বিষয়: গ্রেফতারদুইপরিচয়েপ্রতারকপ্রতারণাযুগ্মসচিব