খুলনায় পাটকল শ্রমিকদের ৪র্থদিনের অনশনে অসুস্থ্য ১৫

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

আতিয়ার রহমান,খুলনা : ১১ দফা বাস্তবায়নের দাবীতে খুলনা-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ব পাটকলে চতুর্থ দিনের মত বিক্ষোভ ও প্রতিকী অনশন কর্মসূচী পালন করেছেন শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ- নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে ২য় পর্যায়ে অনশন গতকাল বুধবার কর্মসূচীর ৪র্থ দিনে অব্যাহত রয়েছে। খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় রাষ্ট্রায়ত্ব পাটকলে বিক্ষোভ ও অনশন কর্মসূচীতে অংশ নিয়ে প্রায় অর্ধলাখ শ্রমিক-কর্মচারী আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এ কর্মসূচীতে অংশ নেয়া শ্রমিকদের মধ্যে ১৫জন মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত অসুস্থ হয়েছে। ৪ দিনের এই অনশন কর্মসূচীতে মোট অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। অনশন স্থলে শতাধিক শ্রমকিকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। এদিকে আন্দোলনরত শ্রমিকদের সাথে একত্বতা ঘোষনা করে অনশনে যোগ দিয়েছেন পাটকল শ্রমিক লীগের নেতারা।

পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরী- বেতন পরিশোধ, জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধ, চাকুরীচ্যুত শ্রমিক-কর্মচারীদের পূর্নবহাল সহ ১১ দফা দাবিতে গতকাল বুধবার ভোর থেকে শ্রমিকরা আবারও শুরু করে বিক্ষোভ। ক্রিসেন্ট, প্লাাটিনাম, খালিশপুর, দৌলতপুর, ষ্টার মিলের শ্রমিকরা বিআইডিসি রোডে, আলীম, ইষ্টার্ন, মিলের শ্রমিকরা আলীম মিল এবং নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং, জেজেআই মিলের শ্রমিকরা স্ব স্ব মিল গেটের সামনে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করেন। নামাজের পর পর খালিশপুর বিআইডিসি রোড, আটরা শিল্প এলাকার আলীম জুট মিল গেট ও নওয়াপাড়া শিল্প এলাকায় প্রতিদিনের মত শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়।

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নীচে রাত যাপন করছে। প্রতিদিনই অনাহারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছে। খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার পৃথক পৃথক সমাবেশে বক্তৃতা করেন, রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল হামিদ সরদার, যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ হোসেন, মোঃ সোহরাব হোসেন, শাহানা শারমিন, হুমায়ুন কবির খান, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, শেখ মোঃ ইব্রাহীম, সাইফুল ইসলাম লিঠু,মোঃ আলাউদ্দীন, মোঃ হারুন আর রশিদ মল্লিক, নেতা কাওসার আলী মৃধা, মোঃ খলিলুর রহমান, সেলিম আকন, সেলিম শিকদার,মনিরুল ইসলাম শিকদার, মোঃ আবু হানিফ, সাহাজান সিরাজ মোঃ তরিকুল ইসলাম, মিজানুর রহমান ও মিন্টু মিয়া, ষ্টার জুট মিলের বেল্লাল মল্লিক, আব্দুল মান্নান. মাসুম গাজী,আবু হানিফ, তবিবর রহমান, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম লিয়াকত হোসেন, মোঃ আকতারুজ্জামান, হেমায়েত হোসেন সহ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ, পাটকল শ্রমিকলীগ সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা।

ফিরে দেখা, খুলনায় র‌্যাব-পুলিশের অভিযানে বন্দুকযুদ্ধে নিহত-২০