৩৯ বীর মুক্তিযোদ্ধাকে সচিব-উপসচিব পদমর্যাদা দেয়ার নির্দেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০ নিউজ ডেস্ক :বিসিএস ক্যাডারভুক্ত ৩৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সচিব-উপসচিব পদমর্যাদায় পদোন্নতি দিতে এবং তাদের সব সুযোগ-সুবিধা দেয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের দেওয়া রায়ের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারীদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রেজা-ই রাব্বী। ২০১৩ সালে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রোববার (১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রেজা-ই রাব্বী। আইনজীবী রেজা–ই রাব্বী সাংবাদিকদের বলেন, পদোন্নতিবঞ্চিত হয়ে বীর মুক্তিযোদ্ধা বিসিএস কর্মকর্তা মো. সাইফুজ্জামান, মো. আমিরুল ইসলাম, মো. খলিলুর রহমানসহ ৩৯ কর্মকর্তা এর আগে ২০১৩ সালে হাইকোর্টে রিট করেছিলেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত প্রাথমিকভাবে ওই বছরই রুল জারি করেছিলেন। রুলে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সচিব ও উপসচিব পদবঞ্চিতদের সুযোগ-সুবিধা কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছিল। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন। Share this:FacebookX Related posts: পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন মুসল্লিদের ঘরে নামাজ আদায়ের নির্দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পরামর্শ চাইলে দেয়া হবে : মন্ত্রিপরিষদ সচিব মাস্ক ব্যবহার নিশ্চিতের নির্দেশ মন্ত্রিসভার ভাঙন রোধে নিয়মিত ক্যাপিটাল ড্রেজিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণা,দুই প্রতারক গ্রেফতার হাসিনা-মোদি আলোচনা শেষে ৩৯ দফা যৌথ ঘোষণা প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ ১৮ জানুয়ারির পর এইচএসসির ফল : মন্ত্রিপরিষদ সচিব ইউনাইটেডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দেশের সব মাদরাসা খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ ভাড়াটিয়া নিবন্ধন ১৫ দিনের মধ্যে শেষ করার নির্দেশ SHARES Matched Content জাতীয় বিষয়: ৩৯উপসচিবদমর্যাদাদেয়ারনির্দেশবীরমুক্তিযোদ্ধাকেসচিব