যুদ্ধ চাই না, তবে মোকাবিলার শক্তি যেন অর্জন করতে পারি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০ নিউজ ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট-সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, সেটা মোকাবিলা করার মতো শক্তি যেন অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই। বুধবার (২৮ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আটটি ইউনিট/সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। সেভাবেই মানুষের আস্থা অর্জন করেই আপনাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন,সেনাবাহিনীর সদস্য হিসেবে দেশের জন্য কাজ করার লক্ষ্যে সর্বপ্রথম দরকার হচ্ছে পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ। এই পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সবাইকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। পবিত্র সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক- যেকোনো ধরনের হুমকি মোকাবিলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। আমরা তৈরি থাকতে চাই। সরকারপ্রধান বলেন,আমরা বৈরিতা চাই না, যুদ্ধ চাই না। কারণ যুদ্ধের যে ভয়াবহ রূপ, তা আমার নিজের দেখা আছে। আমরাও এর ভুক্তভোগী। কাজেই আমরা আর সে ধরনের সংঘাতে জড়িত হতে চাই না। Share this:FacebookX Related posts: বিশ্ববিদ্যালয় যেন বাজারে পরিণত না হয় : প্রধানমন্ত্রী অভিবাসী কর্মীরা কোথাও যেন হয়রানির শিকার না হয় : রাষ্ট্রপতি ভ্যাকসিন নিয়ে কোনও সমালোচনা চাই না: স্বাস্থ্যমন্ত্রী বঙ্গবন্ধুর সেই মশাল নিয়েই চলতে চাই: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রমোশন দেয়া হবে যেন পড়াশোনাটা অব্যাহত থাকে সম্মিলিত প্রচেষ্টাই দেশ থেকে চিরতরে দারিদ্র্য দূর করতে পারে নারীদের এগোতে না দিলে সমাজ খুঁড়িয়ে চলবে পরিস্থিতি ঠিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না : প্রধানমন্ত্রী ৯৯৯-এ ফোন কলে আত্মহত্যা করতে যাওয়া তরুণী উদ্ধার ভ্যাকসিন পেতে অ্যাপসে নিবন্ধন করতে হবে: ফ্লোরা টুঙ্গিপাড়া সফর করতে পারেন মোদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে: মান্না SHARES Matched Content জাতীয় বিষয়: অর্জনকরতেচাই:তবে…নাপারিমোকাবিলারযুদ্ধযেনশক্তি