কুরআন তেলাওয়াতে দ্বিগুণ সাওয়াব পাবেন যারা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০ ধর্ম ডেস্ক :ইবাদত-বন্দেগির মধ্যে কুরআন তেলাওয়াত অনেক মর্যাদাসম্পন্ন। যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে, তিনি প্রতিটি হরফের বিনিময় এমন একটি করে নেকি পাবেন। আর প্রতিটি নেকিই ১০ নেকির সমতুল্য। কিন্তু যারা তেলাওয়াত করতে পারে না কিংবা তেলাওয়াত করতে কষ্ট হয়, তাদের তেলাওয়াতের বিনিময় কী হবে? এমন অনেকেই আছেন- যারা ভালোভাবে তেলাওয়াত করতে না পারার কারণে তেলাওয়াত করতে চান না। না তা ঠিক নয়, কেননা থেমে থেমে তেলাওয়াত করার রয়েছে অসামান্য ফজিলত। যাদের তেলাওয়াত করতে কষ্ট হয়, তাদের জন্য হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক বড় ফজিলত ঘোষণা করেছেন। তারা পাবেন দ্বিগুণ সাওয়াব। হাদিসে এসেছে- হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, কুরআনের হাফেজ পাঠকের (যারা বিশুদ্ধ ও সাবলীলভাবে কুরআন পাঠ করতে পারে, তাদের) মর্যাদা হলো সম্মানিত লিপিকর ফেরশতাদের মতো। আর যারা (পাকা হেফজ না থাকার কারণে) খুব কষ্টদায়ক হওয়া সত্ত্বেও (থেমে থেমে ওঁ ওঁ করে) যে বারবার কুরআন মাজিদ পাঠ করে, তার এ কষ্টকর তেলাওয়াতের জন্য রয়েছে দ্বিগুণ সাওয়াব।’ (বুখারি, মুসলিম, মুসনাদে আহামদ) কালেমায় বিশ্বাসী সব মুমিন মুসলমানের জন্য কুরআন শেখা এবং তেলাওয়াত করা জরুরি। একান্তই যারা তেলাওয়াত করতে পারে না, তাদের জন্য কুরআন তেলাওয়াত শেখার চেষ্টা করা আবশ্যক। আর যারা ভালোভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না, তাদের জন্য কষ্ট করে হলেও থেমে থেকে কুরআন তেলাওয়াত করা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত সব নেয়ামত ও ফজিলত লাভ করার তাওফিক দান করুন। থেমে থেমে কষ্ট করে হলেও কুরআন তেলাওয়াত করে দ্বিগুণ সাওয়াব লাভ করার তাওফিক দান করুন। আমিন। Share this:FacebookX Related posts: ছেলে না হওয়ায় কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যা করল পাষণ্ড বাবা কুমিল্লায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে বাড়ি নির্মাণ বিদায় সংবর্ধনায় নিজে কাঁদলেন-অন্যদের কাঁদালেন-ওসি বিপ্লব কুমার বিশ্বাস সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিবারের সদস্যরা পেল ভাতার কার্ড করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ আবিষ্কার স্বামীর সম্পত্তিতে ভাগ পাবেন হিন্দু বিধবারা কারাগারে ডিভিশন পাবেন ডা. সাবরিনা পৌরসভায় মেয়র পদে প্রার্থী দুই নৈশপ্রহরী বন্দির নারীসঙ্গ, ডিপুটি জেলারসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র হলেন যারা সরিষাক্ষেত থেকে মেছো বাঘ শিকার SHARES Matched Content বিশেষ সংবাদ বিষয়: কুরআনতেলাওয়াতেদ্বিগুণপাবেনযারাসাওয়াব