চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে দারুস সুন্নাত দাখিল মাদরাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজের উদ্ভোধন করেছেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।

শনিবার সকালে মাদরাসা চত্বরে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এমপি জেসী বলেন, পরিবেশের উপর নির্ভর করে ছেলেদের পড়াশোনার মান। এই নতুন ভবন নির্মিত হলে ছাত্রদের পাঠ দানের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন সাংসদ জেসী।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক তাজিবুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাই, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, জেলা যুব মহিলালীগের জেলা অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, প্রফেসর ড. মো. সিরাজউদ্দীন, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, যুবলীগ নেতা মেসবাহুল সাকেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।