সাশ্রয়ী বেসিক সংযোগ আনলো আকাশ ডিটিএইচ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ নিউজ ডেস্ক :টেলিভিশন দর্শকদের জন্য সাশ্রয়ী ‘আকাশ বেসিক’ সংযোগ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশন্স। বিশেষভাবে তৈরি সেট টপ বক্সসহ এ নতুন সংযোগের দাম পড়বে তিন হাজার ৯৯৯ টাকা। দেশের শহর ও গ্রামের সব শ্রেণির গ্রাহক যেন অপেক্ষাকৃত কম খরচে আকাশ ডিটিএইচ সেবা পেতে পারেন সে লক্ষ্যে এ নতুন সংযোগ আনা হয়েছে। আকাশের অন্যান্য সংযোগের মতো এ সংযোগেও সর্বোচ্চ মানের ছবি-শব্দসহ বিভিন্ন ফিচার নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) এক অনলাইন অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশন্সের সিইও ডিএস ফায়সাল হায়দার এ নতুন সংযোগের ঘোষণা দেন। সব শ্রেণির মানুষের টিভি দেখার চাহিদা পূরণ করতে চায় আকাশ ডিটিএইচ। যতটুকু সম্ভব কম খরচে সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ সর্বোচ্চ সংখ্যক চ্যানেল প্রদর্শন করাই দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী ব্র্যান্ডটির লক্ষ্য। আকাশ বেসিক সংযোগের মাধ্যমে মানসম্পন্ন টিভি দেখার অভিজ্ঞতা পাবেন দর্শকরা। আকাশ ডিটিএইচের রেগুলার সংযোগের মূল্য চার হাজার ৪৯৯ টাকা। আকাশ রেগুলার সংযোগের সবগুলো সুবিধা বেসিকেও থাকছে। এতে শুধু ভিডিও রেকর্ডিং সুবিধা থাকছে না। আকাশ বেসিক সংযোগে মাসিক ৩৯৯ টাকার প্যাকেজ সাবস্ক্রিপশনে ৪০টি এইচডি চ্যানেলসহ ১২০টির বেশি চ্যানেল এবং ২৪৯ টাকার প্যাকেজে ২০টি এইচডিসহ ৭০টির বেশি চ্যানেল দেখা যাবে। দেশের ৬৪টি জেলায় আট হাজারের বেশি অনুমোদিত খুচরা বিক্রয়কেন্দ্রে আকাশ ডিটিএইচ সংযোগ পাওয়া যাচ্ছে। এছাড়া বিদ্যমান গ্রাহকরা সম্ভাব্য নতুন গ্রাহকদের রেফার করলে ৫০ শতাংশ মাসিক সাবস্ক্রিপশন ফি ক্যাশব্যাক পাবেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে গত বছরের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ ডিটিএইচ। নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন টিভি দেখার অভিজ্ঞতার জন্য আকাশ অনন্য এবং এটি ইতোমধ্যে গ্রাহকদের বিপুল আস্থা অর্জন করেছে। বেক্সিমকো কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফায়সাল হায়দার বলেন, দেশে তথ্য ও বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম টেলিভিশন। গ্রাহকদের টিভি দেখার প্রকৃত ডিজিটাল স্বাদ ও অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে বেসিক আকাশ সংযোগ আনা হয়েছে। শহর কিংবা গ্রাম- সব অঞ্চলেই এটি জনপ্রিয় হয়ে উঠবে। Share this:FacebookX Related posts: সর্বশেষ অবস্থা: নানকের হার্টে রিং পরানো হয়েছে নারীরা সকল ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখছেন : প্রধানমন্ত্রী ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ করুন : প্রধানমন্ত্রী দেশে করোনায় নতুন মৃত্যু ২১, শনাক্ত ১১৬৬ আরও ২ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার ওসি প্রদীপসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদে কারাফটকে তদন্ত টিম গত ২৪ ঘণ্টায় সাড়ে ১২ হাজার নমুনা পরীক্ষা শিপ্রার মামলা নেয়নি কক্সবাজার সদর থানা সিনহা হত্যা: রিমান্ডে ‘চাঞ্চল্যকর’ তথ্য মিলেছে মৃত্যু আরও ২৮, শনাক্ত ১৮৪৭ করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৪৭৩ দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার SHARES Matched Content জাতীয় বিষয়: আকাশআনলোডিটিএইচবেসিকসংযোগসাশ্রয়ী