ব্যারিস্টার রফিক-উল হকের দাফন সম্পন্ন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা তিনটার কিছু আগে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে বেলা দুইটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে রফিক-উল হকের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে নেওয়া হয়। এর আগে ব্যারিস্টার রফিক-উল হকের আরও দুটি জানাজা হয়। সকাল সাড়ে ১০টায় মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে প্রথম জানাজা হয়। জানাজায় ইমামতি করেন আদ-দ্বীন হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম। জানাজায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অনেকে অংশ নেন। জানাজা শেষে পল্টনের নিজ বাসায় মরদেহ নেয়া হয়। কিছু সময় পল্টনের বাসায় মরদেহ রাখার পর তা নেয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। বাদ জোহর সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেয়া হয় মরহুমের দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে তৃতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যান প্রবীণ এই আইনজীবী। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত হয়ে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রফিক-উল হক। রফিক-উল হকের স্ত্রী ফরিদা হক বেশ কয়েক বছর আগে মারা যান। তার ছেলে ফাহিম-উল হকও আইনজীবী। রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালে। ১৯৬০ সালে তিনি আইন পেশায় আসেন। ১৯৯০ সালে তাকে অ্যাটর্নি জেনারেল করা হয়। Share this:FacebookX Related posts: জাতির বৃহত্তর স্বার্থে চীন থেকে আর কাউকে আনা হচ্ছে না ফেসবুকে ক্ষতিকর উপাদানে লাইক দেয়াও অপরাধ : মনিরুল শতভাগ বিদ্যুতের আলোয় ৪১০ উপজেলা দেশের ১৭ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা করোনামুক্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী উত্তরার দুই হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা ঢাকা-১৮ উপনির্বাচন : মনোনয়ন জমা দিলেন আ.লীগ প্রার্থী দুর্গাপূজা উদযাপনে মানতে হবে সরকারি নির্দেশনা শাহজালালে কোটি টাকার ইয়াবা জব্দ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ কম্বল পাঠাতে চেয়ে ফের ভারতীয় হাইকমিশনারকে গণস্বাস্থ্যের চিঠি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার SHARES Matched Content জাতীয় বিষয়: ব্যারিস্টার রফিক-উল হকের দাফন সম্পন্ন