চাঁপাইনবাবগঞ্জে রুপালী এনজিওর মালিক উজ্জল কোটি টাকা নিয়ে উধাও

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট চাতরা নতুন বাজারে গড়ে উঠা রুপালী সমাজ উন্নয়ণ সংস্থার মালিক মোঃ উজ্জল আলী গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে রুপালী সংস্থার মাঠকর্মী মোঃ নুরুল ইসলাম ওরফে রনি বাদী হয়ে উজ্জলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।
সরেজমিনে গিয়ে এলাকাবাসি ও ভূক্তভোগী অভিযোগ করে বলেন, রুপালী সমাজ উন্নয়ণ সংস্থার মালিক উজ্জল গরীব, দুঃখী, অসহায় মানুষের প্রায় কোটি নিয়ে পালিয়েছে। তার কোন ঠিকানা খুজে পাচ্ছিনা সে কোথায় আছে। তাকে বাড়িতে খুজতে গেলে তার স্ত্রী, বাবা-মা আমাদের সাথে আপত্তিকর আচরণ করে, অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দেয়।

তারা আরো বলেন কেউ গরু বিক্রী করে, কেউ বিয়েতে খরচ করার জন্য, কেউবা জমি বিক্রী করেও একেক জন একেকভাবে রুপালী এনজিওতে টাকা রেখেছিল। এখন তারা চোখে তারা দেখছেন বলে জানান।

এলাকার হাজারো গরীব অসহায় মানুষের আকুতি জানিয়েছেন সরেজমিন তদন্ত পূর্বক ভূক্তভোগীদের টাকা ফেরৎ পায় এমন পদক্ষেপ সরকার নেন।