চিতলমারীতে বই উৎসব ২০২০ পালিত

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনে সারা দেশে শুরু হয়েছে বই উৎসব। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের চিতলমারীতেও বই উৎসব-২০২০ পালিত হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে চিতলমারীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লসিত।

উপজেলা সদরের চিতলমারী এস’এম’ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার সকাল ১১টায় বই উৎসব ২০২০ উব্দোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক প্রমূখ, আওয়ামী লীগ নেতা সহীদুল হক মুন্সী, নজরুল ইসলাম মুন্সী প্রমূখ।

উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়, চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয়, শান্তিখালী সবুজ সংঘ মাধ্যমিক বিদ্যালয়, ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণে উল্লসিত ছাত্র-ছাত্রীরা। গরীব ছাত্র ছাত্রীরা বই পেয়ে বর্তমান সরকারের পৃতি কতজ্ঞতা প্রকাশ করেছে।

ধোবাউড়ায় এএসপি আলমগীর হোসেনকে বিদায় সংবর্ধনা