জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ নেবে

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

নিউজ ডেস্ক :জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার দলটির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে কক্সবাজার জেলা পেশাজীবী সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্বাচন হচ্ছে জাতীয় পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। নির্বাচনের মাধ্যমে তৃণমূল মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব।

তিনি বলেন, নির্বাচন নিয়ে মানুষের মাঝে অনাস্থা আছে। একদিকে নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তা বিশ্বাস করতে চায় না। তাই, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ৯১ সালের পরবর্তী সরকারগুলোর শাসনামলে খুন, ধর্ষণ, চাঁদাবাজী ও টেন্ডারবাজীতে সাধারণ মানুষ বিরক্ত। কিন্তু জাতীয় পার্টির শাসনামলে আইনের শাসন ছিল, সুশাসন ছিল সমাজের সর্বত্র। তাই সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি অত্যন্ত গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি।

এ সময় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের যুব সমাজ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন ও সুশাসনের রাজনীতি দেখেনি। কিন্তু তারা পল্লীবন্ধুর অনন্য র্কীতি উপজেলা পরিষদ, যমুনা, ব্রীজ, মেঘনা ব্রীজ, বুড়িগঙ্গা ব্রীজসহ অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড দেখছে। যুব সমাজ পল্লীবন্ধুর সংস্কারমূলক কর্মকাণ্ডে সুফল ভোগ করছে। পল্লীবন্ধুর উন্নয়ন ও সুশাসনই জাতীয় পার্টির রাজনীতির ভিত্তি। তাই এরশাদের রাজনীতি তরুণ সমাজের সামনে তুলে ধরে সংগঠিত করতে হবে। কারণ, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় পার্টির বিকল্প নেই।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আসিফ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক আহাদ চৌধুরী শাহীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও পেশাজীবী সমাজ আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম দফতর মাহমুদ আলম, জাতীয় ছাত্র সমাজের প্রচার সম্পাদক আতাউল্লাহ আরিফ। পেশাজীবী নেতা শাহাদৎ হোসেন, ডা. জাফর, ডা. ফাহিম, ডা. আফজাল, প্রিয়াঙ্কা মুকুল।