বিদেশে বাংলাদেশের সব মিশনকে মুজিববর্ষ পালনের নির্দেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০ স্টাফ রিপোর্টার : বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনকে স্বাগতিক দেশের সরকার, সুশীল সমাজ এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মুজিববর্ষ পালনের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১ জানুয়ারি) বিদেশের বাংলাদেশের মিশন প্রধানদের কাছে লেখা এক চিঠিতে এ নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষ পালন আমাদের জন্য শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এটি জাতি হিসেবে আমাদের পরিচয়, বাঙালি জাতি এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ভূমিকার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। মুজিববর্ষকে সম্প্রতিকালে বাংলাদেশের অভাবনীয় সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি বিরাট সুযোগ হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বিশ্বের সব দেশের সরকার, ব্যবসায়ী মহল, সুশীল সমাজ এবং জনগণের কাছে বাংলাদেশের সাফল্য তুলে ধরার মাধ্যমে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে আরও সক্রিয় ভূমিকা রাখতে বৈদেশিক মিশনসমূহকে নির্দেশনা দেন। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান বছরে আমাদের প্রবৃদ্ধি ৮.১৫ শতাংশ এবং অচিরেই বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ১০ শতাংশের কোঠা স্পর্শ করবে। গত একদশকে বাংলাদেশের জিডিপি ১৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বেড়েছে সাড়ে তিনগুণ এবং বর্তমানে তা প্রায় ২০০০ মার্কিন ডলার। তিনি জানান, বর্তমানে আমাদের জিডিপি ৩০২ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০০৯ সালে ছিল মাত্র ১০২ বিলিয়ন মার্কিন ডলার। রফতানি আয় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে আজ ৪০.৫৩ বিলিয়ন মার্কিন ডলারের ঊর্ধ্বে। গত দেড় দশকে বিনিয়োগ-জিডিপির শতকরা হার ২৬ ভাগ থেকে বেড়ে ৩১.৫ ভাগে উন্নীত হয়েছে। নির্বাচনই সরকার বিদায়ের একমাত্র পথ : তথ্যমন্ত্রী Share this:FacebookX Related posts: মুজিববর্ষকে স্বাগত জানালেন ব্রিটিশ হাইকমিশনার মুজিববর্ষের ক্ষণগণনা শুরু মুজিববর্ষ,৫ জুন বিতরণ করা হবে এক কোটি গাছের চারা কোয়ারেন্টাইন সেন্টারেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা ঢাকা সিটি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে: সিইসি শাটডাউন হতে পারে সব বিমানবন্দর ই-পাসপোর্ট ও এমআরপির কার্যক্রম স্থগিত করোনা সতর্কতায় ওয়াটার ব্রাউজারে জীবাণুনাশক ছিটাচ্ছে ডিএনসিসি আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার নতুন আইজিপি বেনজীর আহমেদ মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে SHARES Matched Content জাতীয় বিষয়: পালনের নির্দেশবাংলাদেশের সব মিশনবিদেশমুজিববর্ষ