মাস্ক ব্যবহারে প্রয়োজনে আইন প্রয়োগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : করোনার সংক্রমণ ঠেকাতে যারা বাইরে বের হবেন তাদের মাস্ক ব্যবহারে প্রয়োজনে আইনও প্রয়োগ করবে সরকার।সোমবার ভার্চ্যুয়ালী মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভা এ নির্দেশনা দেয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা যুক্ত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘স্পেশাল একটু আলোচনা হয়েছে করোনা ভাইরাস নিয়ে। আমরা সব জায়গা থেকে দেখেছি, আন্তর্জাতিক রিপোর্টিং থেকে দেখছি বিশেষ করে আমেরিকা ও ইউরোপে আবার একটা ব্যাপক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সে জন্য প্রধানমন্ত্রী বেশ কয়েক দিন থেকে বিভিন্ন মিটিংয়ে কথাবার্তা বলছেন। সেখানে বিশেষ ভাবে নজর দিচ্ছেন সবাই যেন একটু কেয়ারফুল থাকি। পার্টিকুলারলি আমাদের দিক থেকে যে কাজটা, আমরা যেন সবাই মাস্ক ব্যবহার করি। বাকি কি হবে না হবে, এটা তো একটা আনসার্টেন্ট বিষয়। সুতরাং মাস্ক যদি আমরা সবাই ব্যবহার করি তাহলে অটোমেটিক আমাদের ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা অনেক কমে আসে।’ আনোয়ারুল ইসলাম বলেন, ‘আপনাদের কাছে আমরা বার বার অনুরোধ করবো মিডিয়ার বন্ধুরা, যেভাবে হোক মানুষকে আরও বেশি সচেতন করতে হবে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, টাইম টু টাইম জনসাধারণকে স্মরণ করে দেবেন সবাই যেন বাইরে বের হলে মাস্ক ব্যবহার করে।’ তিনি বলেন, ‘অনেকের মধ্যে একটা রিলাক্স ভাব দেখা যাচ্ছে। কোন ভাবে অন্তত পাবলিক প্লেসে মসজিদে বা অন্য গ্যাদারিংয়ে বা সামনে যে দুর্গাপূজার সব অনুষ্ঠানে কেউ যেন মাস্ক ছাড়া না আসে।’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকাল বিভাগীয় কমিশনার সম্মেলন ছিল সেখানে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, ইসলামিক ফাউন্ডেশনকে বলে দিয়েছি তারা যেন ইমামদের মাধ্যমে সব মসজিদ থেকে রেগুলার দিনে অন্তত জোহর ও মসজিদের নামাজের পর মাইকে বা সামনা সামনি যখন জামাত হয় সেখানে সবাইকে মাস্ক ব্যবহারের বিষয়টি অবগত করেন। প্রত্যেকটা মসজিদ, বাজার-মার্কেট বা গণজমায়েত যেখানে হয়, সেখানে সব জায়গায় স্লোগানের মতো যেন বিষয়টি থাকে, ‘অনুগ্রহ করে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করবেন না’। এটা সবার কাছে রিকুয়েস্ট। সে জন্য আমরা আপনাদের সাহায্য চাচ্ছি।’ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকাল বিভাগীয় কমিশনারদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। যেভাবে যতটুকু সম্ভব মানুষকে সব দিক থেকে রিকুয়েস্ট, মোটিভেট বা ফোর্স যদি করতে হয়, আইন প্রয়োগ করতে গেলে আইনও প্রয়োগ করবো। অসুবিধা নেই।’ Share this:FacebookX Related posts: ‘প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পাবলিক পরীক্ষা নেয়া হবে’ আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন অনাবিল আনন্দ ও সাফল্যে ভরে উঠুক SHARES Matched Content জাতীয় বিষয়: 'প্রয়োজনেআইন প্রয়োগমাস্ক ব্যবহারে