মানিকগঞ্জে ২২ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

অনলাইন ডেস্ক ; মা ইলিশ রক্ষায় মানিকগঞ্জের দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতে ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) উপজেলার চরকাটারি, বাঘুটিয়া, বাচামারা ইউনিয়নে যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ।

জুয়েল আহমেদ জানান, নিষিদ্ধ সময়ে কারেন্ট জাল দ্বারা মা ইলিশ ধরার সময় ২২ জনকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৮ জনকে ১ বছর ও ৭ জনকে একমাস ৭ কারাদণ্ড এবং ৭ জনকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল আটক করে নিয়মানুযায়ী ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে মৎস্য কর্মকর্তা রনি সাহা, দৌলতপুর থানা পুলিশ ও আনসার সদস্য সহযোগিতা করেন।