শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভারতের প্রধানমন্ত্রীকেও নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করেন।

এ সময় দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট ফোনালাপ হয়। দুই নেতা দু’দেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনা করেন।

শেখ হাসিনা সভাপতি, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক