২৪ ঘণ্টায় চার বিভাগে মৃত্যু নেই দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ নিউজ ডেস্ক :দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ জন মারা যান। তাদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী দুইজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬২৩ জন। বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত ১৫ জনের মধ্যে চার বিভাগে কোনো রোগীর মৃত্যু হয়নি। বিভাগগুলো হলো- রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন ও রংপুর বিভাগে একজন রয়েছেন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এদিকে করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৭৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৯ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১২৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৮ হাজার ৬৯০ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৪টি। Share this:FacebookX Related posts: ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত রোগী করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু নেই সিলেট-ময়মনসিংহে শনাক্ত রোগী ৫ লাখ ছাড়াল ২৪ ঘণ্টায় ৩৮ মৃত্যু ২৪ ঘণ্টায় করোনায় সুস্থতার হার ৭৮.৩২ শতাংশ ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৯ শতাংশ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৩ শনাক্ত হাজারের নিচে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪ মৃত্যু, শনাক্ত ৯১০ বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক করোনায় ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭৬ করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ মৃত্যু আরও ২৮, শনাক্ত ১৮৪৭ নারীনেত্রী আয়েশা খানম আর নেই SHARES Matched Content জাতীয় বিষয়: ২৪ঘণ্টায়চারনেই:বিভাগেমৃত্যু