
এ ঘটনায় গৃহকধুর ভাই নিজাম উদ্দিন বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, ধোবাউড়া গোস্তাবহুলী (চানপাগাড়) গ্রামের হাজী নিজাম উদ্দিন(৫০) ও প্রতিবেশী রজব আলী গংদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র, লাটিশোঠা নিয়ে এলোপাতাড়ি আঘাত ও জখম করে রজব আলী গংরা। এতে নিজাম উদ্দীন আহত হলে তার সহোদর বোন মালেকা খাতুন বাড়ির আঙ্গিনায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে ভাইকে রক্ষা করতে চাইলে রজব আলী গংরা তার উপরও হামলা চালায় এতে নাকের হাড়ে আঘাত প্রাপ্ত হয়ে মুখে রক্তাক্ত হয়ে শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। আহত মালেকা বর্তমানে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে বাঘবেড় ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনা সত্য আমি হাসপাতালে থাকা রোগীর খোজ খবর নিচ্ছি কি জন্য এমন হয়েছে পুরোপুরি আমার জানা নাই। ধোবাউড়া থানার বাঘবেড় ইউনিয়ন বিট ইনচার্জ এস আই আব্দুল খালেক বলেন, ঘটনা স্থলে গিয়ে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।