যুক্তরাষ্ট্রে আগাম ভোট পড়েছে এক কোটির বেশি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক :আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, এক কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত মোট ভোট পড়েছে এক কোটি চার লাখ। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রদত্ত আগাম ভোটের প্রবণতার তুলনায় এই সংখ্যা অনেক বেশি। ২০১৬ সালের একই সময়ের সঙ্গে তুলনা করে দেখা গেছে, এবার ২০ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে। মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ব্যাপক মৃত্যুর মধ্যেও ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি সবাইকে অবাক করে দিয়েছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সশরীরে ভোট গ্রহণ শুরু হয়েছে আগেই। এছাড়া ডাকযোগেও আগাম ভোট চলছে যুক্তরাষ্ট্রে। জর্জিয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া আগাম ভোটে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ভোটারদের ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তবে স্থানীয় সময় সোমবার সকালে ভোটিং মেশিনে ত্রুটির কারণে ভোটারদের বিড়ম্বনার খবরও পাওয়া গেছে। এনবিসি নিউজ জানিয়েছে, ওই অঙ্গরাজ্যের ম্যারিয়াটার কোব কাউন্টির প্রধান ভোটকেন্দ্রে এভারলিন রুদারফোর্ড নামের এক ভোটার ৯ ঘণ্টা ৩৯ মিনিট লাইনে দাঁড়িয়ে ছিলেন। এরপর সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে তিনি ভোট দিতে সক্ষম হন। সারাদিনে তিনি সেখানকার ভোটারদের দীর্ঘ সারির ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করতে থাকেন। আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব সম্পন্ন হবে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জরিপের তথ্য অনুযায়ী, প্রায় ১০ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। Share this:FacebookX Related posts: এক বছরের বেশি সময় পর মুক্তি পেলেন মেহবুবা মুফতি যুক্তরাষ্ট্রে একদিনে ১১২ মৃত্যু যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল ১৫ মিনিটেই করোনাভাইরাসের পরীক্ষা যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছাড়ালো ২০ লাখ যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা যুক্তরাষ্ট্রে মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী আটক এক সপ্তাহের ব্যবধানে ইউরোপে মৃত্যু বেড়েছে ৪০ শতাংশ যুক্তরাষ্ট্রে টানা তিনদিনে সংক্রমণের রেকর্ড যুক্তরাষ্ট্রে অনুমোদনের দ্বারপ্রান্তে মডার্নার ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে বড়দিনে বোমা হামলা যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে একজনের মৃত্যু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আগামএককোটিরপড়েছেবেশিভোটযুক্তরাষ্ট্রে