উড়ন্ত সূচনার পর ১৫৯ রানেই আটকা চট্টগ্রাম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২০ স্পোর্টস ডেস্ক : ওপেনিং জুটিতেই পার হলো শতরান। কিন্তু এরপর যে ধস শুরু হলো, সেটি আর আটকাতে পারলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফলে মিরপুরে দারুণ শুরুর পরও কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৬ উইকেটে ১৫৯ রানেই আটকে গেছে নুরুল হাসানের দল। টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লেন্ডল সিমন্স আর জুনায়েদ সিদ্দিকী। ৬৯ বলের ঝড়ো উদ্বোধনী জুটিতে তারা তুলেন ১০৩ রান। থিতু হয়ে যাওয়া এই জুটি যখন চোখ রাঙাচ্ছিল, তখন কুমিল্লার মুখে হাসি ফোটান বোলার সৌম্য সরকার। হাফসেঞ্চুরিয়ান সিমন্সকে সানজামুলের ক্যাচ বানিয়ে বড় ওপেনিং জুটিটা ভাঙেন ডানহাতি এই পেসার। ৩৪ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় সিমন্স করেন ৫৪ রান। সেই শুরু। তিন বল ব্যবধানে পরের ওভারেই রানআউট হয়ে যান আরেক সেট ব্যাটসম্যান জুনায়েদ। ৩৭ বলে ৬ চারে তিনি তখন হাফসেঞ্চুরির দোরগোড়ায় (৪৫)। তার পরের ওভারে ফের আঘাত সৌম্যর। এবার তার শিকার রায়ান বার্ল (২)। ওভারে ওভারে উইকেট হারানোর সেই গতিটা থামেনি তাতেও। ১৫তম ওভারে ৯ রান করে সানজামুলের কাছে উইকেট দেন চ্যাডউইক ওয়ালটন। এরপর প্রায় একাই দলকে টেনে নেয়ার চেষ্টা করেছেন জিয়াউর রহমান। মাঝে নুরুল হাসান সোহান (৪), লিয়াম প্লাংকেটরা (৪) সেভাবে সঙ্গ দিতে না পারলেও শেষ পর্যন্ত খেলে গেছেন জিয়া। ২১ বলে ৪ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৩৪ রানে। কুমিল্লার পক্ষে বল হাতে সবচেয়ে সফল সৌম্য সরকার। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় তিনি নেন ২টি উইকেট। Share this:TwitterFacebook Related posts: ঢাকাকে বিদায় করে দিল চট্টগ্রাম গেইল তাণ্ডবের পরও ১৬৪ রানে আটকা চট্টগ্রাম চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জনের প্রাণহানি চট্টগ্রামে ৩২ বছর পর শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় : ৫ আসামির মৃত্যুদন্ড চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড়শ বস্তিঘর পুড়ে গেছে হাটহাজারীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল লীগের উদ্বোধন চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক বস্তিঘর যুব বিশ্বকাপ : ক্রিকেটার পারভেজকে গণসংবর্ধনা ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর টেস্টে মিরাজের প্রথম শতক, রানের পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ মেয়ার্সের ডাবল সেঞ্চুরিতে লজ্জার হার বাংলাদেশের SHARES Matched Content খেলাধুলা বিষয়: ১৫৯ রানেই আটকাউড়ন্ত সূচনার পরচট্টগ্রাম