চার বছরে ডাকসেবায় ৫০ ধাপ পেছাল বাংলাদেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০ নিউজ ডেস্ক :ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) সমন্বিত উন্নয়ন সূচকের বার্ষিক র্যাংকিংয়ে আবারো ১১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১১৭ নম্বরে। চলতি বছর আবারো ১১ ধাপ পিছিয়ে ১২৮ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের ডাকবিভাগ। অন্যদিকে চার বছরের ব্যবধানে বাংলাদেশ হারিয়েছে ৫০ পয়েন্ট। ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮-এ। সম্প্রতি প্রকাশিত চলতি বছরের ইন্টিগ্রেটেড ইনডেক্স ফর পোস্টাল ডেভেলপমেন্ট (২ আইপিডি) রিপোর্টে ইউপিইউ সদস্যভুক্ত ১৭০টি দেশের মধ্যে ১৫.৮০ পয়েন্ট পেয়ে বাংলাদেশ ডাক বিভাগের অবস্থান নেমে গেছে ১২৮ নম্বরে। অন্যদিকে এবারও র্যাংকিংয়ে সেরা অবস্থানটি ধরে রেখেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডর পরে সেরা ১০ দেশের মধ্যে রয়েছে যথাক্রমে অস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, জাপান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও সিঙ্গাপুর। সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ মালি। প্রতিবেদনে পাঁচটি দেশের ডাকসেবাকে আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশগুলো হচ্ছে সিঙ্গাপুর (দশম), পোল্যান্ড (১৩তম), ব্রাজিল (৪৫তম), তিউনিশিয়া (৪৬তম) ও ঘানা (৫৭তম)। সূত্র : ইউপিইউ Share this:FacebookX Related posts: নেপালে ৫০ হাজার টন সার রফতানি করবে বাংলাদেশ বহির্বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল : রাষ্ট্রপতি সীমান্ত হত্যার বন্ধুত্বপূর্ণ সমাধান চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স থেকে রাডার কিনছে বাংলাদেশ ‘ভারতে করোনার টিকা তৈরি হলে অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ’ চার মাস পর পদ্মা সেতুতে বসছে নতুন স্প্যান বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে: প্রধানমন্ত্রী চুক্তি অনুযায়ী যথাসময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ : তথ্যমন্ত্রী ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী টিকা চেয়েছে হাঙ্গেরি, ৫০০০ ডোজ দেবে বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর SHARES Matched Content জাতীয় বিষয়: ৫০চারডাকসেবায়ধাপপেছালবছরেবাংলাদেশ