বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজ বসতঘরে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।মৃত মহিউদ্দিন (২২) উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের মো. নুরনবীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের বসতঘর সংস্কারের কাজ চলছিল। একপর্যায়ে কাজে ব্যবহার করা মটরটি বিকল হয়ে গেলে তিনি তা মেরামতের চেষ্টা করেন। ওই সময় লাইনে সুইচ দেয়া থাকায় একটি তার বুকে লেগে সে বিদ্যুতায়িত হয়। এতে তার বুকের এক অংশ পুড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।