মাসিক টিকাদানের হার বেড়ে প্রাক-কোভিড-১৯ পর্যায়কে ছাড়িয়েছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ নিউজ ডেস্ক :করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিকালে বাবা-মা, কমিউনিটি ও স্বাস্থ্য সেবাসমূহ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল তা সত্ত্বেও বাংলাদেশে মাসিক টিকাদান সেবা গ্রহণের হার কোভিড-১৯-এর আগের পর্যায়কে ছাড়িয়ে গেছে। এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। বাংলাদেশে ইউনিসেফের উপ-প্রতিনিধি ভিরামেন্ডোনকা বলেন, ‘এটি বাংলাদেশ সরকারের একটি উল্লেখযোগ্য অর্জন এবং এটি নিঃসন্দেহে হাজার হাজার শিশুর জীবন বাঁচাবে। এই গতি যাতে বজায় থাকে এবং কোনো শিশু যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য টিকাদান প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখতে ইউনিসেফ প্রতিশ্রুতিবদ্ধ।’ চলতি বছরের শুরুতে দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয় এবং বাংলাদেশ কার্যকরভাবে লকডাউনের ভেতর দিয়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে প্রভাবিত হয়। তবে প্রথম দিকের বেশকিছু চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এই মূল সেবা অব্যাহত রাখায় ইউনিসেফ গুরুত্বপূর্ণ টিকাগুলোর সরবরাহ নিশ্চিত করে। সোমবার (১২ অক্টোবর) ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (এমওএইচএফডব্লিউ) স্বাস্থ্যসেবা অধিদফতরের (ডিজিএইচএস) মা, নবজাতক, শিশু ও কিশোরী স্বাস্থ্য বিষয়ক পরিচালক ড. মো. শামসুল হক বলেন, ‘লকডাউনে বিধিনিষেধের কারণে অনেক বাবা-মা তাদের শিশুদের টিকা দিতে বাড়ির বাইরে বের হওয়া নিয়ে ভয়ের মধ্যে ছিলেন। অন্যদিকে টিকাদান সেবা যে অব্যাহত ছিল সেটাই জানতেন না অনেকে। ফলস্বরূপ মার্চ থেকে মে পর্যন্ত সময়ে টিকা গ্রহণের হার ব্যাপক মাত্রায় কমে যায়।’ ইউনিসেফ বলেছে, বাংলাদেশে জাতীয় টিকাদান কর্মসূচির লক্ষ্য হচ্ছে বছরে ৩৮ লাখ শিশুকে টিকা দেয়া। এপ্রিল ও মে মাসে দুই লাখ ৮৪ হাজারেরও বেশি শিশু পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন মিস করেছে, যা মাসিক লক্ষ্যের এবং কোভিডের আগের পর্যায়ের প্রায় অর্ধেক। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অংশীদারদের সহায়তায় টিকাদান কর্মসূচি পুনরুজ্জীবিত করতে নিয়মতান্ত্রিক পদক্ষেপ নিয়েছে বলছে ইউনিসেফ। টিকার মজুত এবং টিকাদানের সময়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। মহামারির কারণে ভীতি ও উদ্বেগ মোকাবিলা করে শিশুদের টিকা দিতে এবং তাদের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতে অভিভাবকদের উৎসাহিত করতে প্রচারাভিযান চালাতে সহায়তা করা হয়। একই সময়ে ইউনিসেফ ও ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) কোভিড-১৯ চলাকালে স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ টিকাদান এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক নির্দেশিকা তৈরি ও প্রশিক্ষণ দিতে বাংলাদেশ সরকারকে সহায়তা দিয়েছে। এছাড়া মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় প্রচেষ্টায় সহায়তা দিতে এ পর্যন্ত ইউনিসেফ এক কোটি ২০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ ব্যক্তিগত সুরক্ষামূলক ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে। ইউনিসেফের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্যকর্মীদের জন্য দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি কমিউনিটিতে সচেতনতা বাড়াতে জোরদার কর্মসূচি গ্রহণের কারণে জুন থেকে টিকাদানের হার পূর্বাবস্থায় ফিরে যেতে শুরু করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (এমওএইচএফডব্লিউ) স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্শ চৌধুরী বলেন, ‘যেসব শিশু টিকা গ্রহণ করতে পারেনি আমরা তাদের নিবিড়ভাবে চিহ্নিত করছি এবং আস্থা বাড়াতে বাবা-মা ও যত্নকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হচ্ছি। জুন এবং জুলাই মাসে আমরা টিকাদানের দিক থেকে প্রাক-কোভিড পর্যায়কে ছাড়িয়ে গিয়েছি এবং আমাদের মাসিক লক্ষ্যের ১০০ শতাংশেরও বেশি অর্জন করেছি। আমরা শিশুদের জন্য বাড়তি কার্যক্রম গ্রহণের মাধ্যমে টিকাদানের ধারাবাহিকতায় যে বিচ্ছেদ পড়েছে তা পূরণের পরিকল্পনা করেছি।’ বাংলাদেশে ইউনিসেফের উপ-প্রতিনিধি ভিরামেন্ডোনকা বলেন, জীবন বাঁচানোর ক্ষেত্রে আমাদের কাছে যত ধরনের উপায় রয়েছে তার মধ্যে টিকা হচ্ছে অন্যতম সাশ্রয়ী একটি উপায়। তিনি বলেন, বাংলাদেশে শিশুদের বেঁচে থাকার ক্ষেত্রে অবদান রাখার প্রতিশ্রুতিতে ইউনিসেফ অটল রয়েছে এবং আমরা হাম, রুবেলা (মার্চে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়) কার্যক্রম পুনরায় তাড়াতাড়ি শুরু করার জন্য সহায়তা দিতে প্রস্তুত। Share this:FacebookX Related posts: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি-স্বাস্থ্যমন্ত্রী আরও ৭ জনপ্রতিনিধি বরখাস্ত করোনায় নতুন শনাক্ত ৭০৬ জন, সুস্থ্ ১৩০ শোকাবহ আগস্টের প্রথম দিন আজ সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুতে দোষীকে শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী এতিমদের ব্যথা আমরা বুঝি : প্রধানমন্ত্রী জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করতে মেয়রের নির্দেশ ‘মানুষের ভাগ্য উন্নয়নে যিনি কাজ করছিলেন, তাকেই খুনিরা হত্যা করল’ ভ্যাকসিন আসলে সামনের দিনগুলিতে মাস্ক পড়তে হবে না: স্বাস্থ্যমন্ত্রী করোনার ধাক্কায় ডিএসসিসির ৫ প্রকল্পের কাজে ধীরগতি প্রধানমন্ত্রীর নির্দেশে স্থগিত ডিসি সম্মেলন করোনাকালে ক্রমবর্ধমান হারে বেড়েছে নারী নির্যাতন SHARES Matched Content জাতীয় বিষয়: