ঝিনাইদহে আমন ধান সংগ্রহ শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২০ নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার থেকে এ্যাপসের মাধ্যমে আবেদন করা কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু করেছে খাদ্য বিভাগ। সকালে সদর উপজেলা খাদ্য গুদামে এ ধান ক্রয়ের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা খাদ্য পরিদর্শক নুর-উন নবী, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন । অপর দিকে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাটগোপালপুর খাদ্য গুদামে আমন ধান ক্রয়ের উদ্ভোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম। এসময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল ইন্সপেক্টর জিন্নাত জাহান, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান, হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছদর উদ্দিন প্রমুখ। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সদর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহে এ্যাপসের মাধ্যমে প্রায় সাড়ে ১১ হাজার কৃষক আবেদন করেন। তাদের মধ্যে দুইহাজার একশ’ ২৮ জন কৃষক ‘কৃষকের এ্যাপস’-এর মাধ্যমে লটারিতে নির্বাচিত হন। নির্বাচিত কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে দুইহাজার ৭শ’ ৬১ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। এ অভিযান আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত চলবে। গৌরীপুরে পিইসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৪৪ জন Share this:FacebookX Related posts: বাগেরহাটে ১৫ হাজার চাষির বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি মাল্টা চাষে অবদানের জন্য সাখাওয়াত হোসেনকে স্বর্ণপদক প্রদান গদখালিতে ফুল বাগানের পরিচর্যায় ব্যস্ত চাষিরা ঝিনাইদহে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত-৩ চিতলমারী স্বেচ্ছাশ্রমে ধান কাটছে ছাত্রলীগ চিতলমারীতে সবজি চাষ নিয়ে দুঃশ্চিন্তায় কৃষক; চাষ হচ্ছে না অধিকাংশ ফসলি জমি ভাসমান বেডে আমন বীজ তলা তৈরি করেছে কৃষকরা ফসলের মাঠে হলুদের ঢেউ ঝিনাইদহ সীমান্তে ইরানি নাগরিক আটক ভাসমান সবজি চাষে ভাগ্য খুলছে কৃষকের প্রতিবন্ধী কৃষকের মুখে হাসি ফুটিয়েছে ‘কুল’ চিতলমারীতে টমেটোর মূল্য বিপর্যয়: ৮০ টাকা কেজির টমেটো ৫ টাকা কেজি SHARES Matched Content কৃষি বিষয়: আমন ধানঝিনাইদহসংগ্রহ