স্ত্রীকে হত্যার দায়ে পুলিশ সদস্য আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০ অনলাইন ডেস্ক : বাগেরহাটের শরণখোলায় স্ত্রীকে (৩৫) হত্যার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম হোসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের বাসিন্দা। তিনি শরণখোলা উপজেলার থাফালবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত জোৎসনা সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী। তারা শরণখোলা সদরের একটি ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছেন বলে জানা গেছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বুধবার রাতের কোন এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে জবাই করে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি করে লাশ পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছেন। আমরা সাদ্দাম হোসেনকে আটক করেছি। নিহত জোৎসনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। Share this:FacebookX Related posts: কোটচাঁদপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ চিতলমারীতে পাগলী মায়ের সন্তান প্রসব, বাবার খোজ মেলেনি ‘চরিত্রহীন’ অপবাদ দিয়ে গৃহবধূর চুল কর্তন,আ’লীগ নেতাসহ গ্রেপ্তার ৭ বাগেরহাটে রাস্তার উপর কন্যা সন্তান প্রসব করোনাযুদ্ধে প্রথমসারির যোদ্ধা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালি সেন কলেজছাত্রীর গায়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা শিশুপাচার প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে নাগরিক সংলাপ মাগুরায় পুরুষ ধরা ফাঁদের সন্ধান : তিন নারীসহ ৯ জন আটক মুক্তিপন নিয়েও শিশুকে হত্যা, ৩ আসামির যাবজ্জীবন দুই ভারতীয়সহ আটক ১৪ যশোরে বিধবা নারীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ কর্মজীবী ল্যাকটেটিং মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও উপকরণ বিতরণ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: পুলিশ সদস্য আটকস্ত্রীকে হত্যার দায়ে