গৌরীপুরে পিইসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৪৪ জন

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ২০১৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৪শ ৪২জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২জন জিপিএ-৫ পেয়েছে। ২৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫হাজার ৮৯৭জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশের হার ৯২.৮৪।

উপজেলায় ৬৬জন শিক্ষার্থীর মধ্যে ৩৪জন জিপিএ-৫ পেয়ে সেরা হয়েছে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৫জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সুরযবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০জন জিপিএ-৫ পেয়েছে।

সর্বোচ্চ পরীক্ষার্থী ও পাসের হার শতভাগে প্রথম সুরযবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষায় অংশ নেয় ৭৪জন। উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীনের সঞ্চালনায় ফলাফল ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও মোঃ সোহেল রানা। এসময় স্ব স্ব কেন্দ্রের প্রধানদের নিকট ফলাফল সিট হস্তান্তর করা হয়।

ঝালকাঠির নলছিটিতে শীতার্তদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের কম্বল বিতরণ