বগুড়ায় ১৭০ বস্তায় সরকারি চাল উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০ অনলাইন ডেস্ক : বগুড়ার গাবতলীতে ১৭০ বস্তায় ৮ হাজার ৫শ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামের দুইটি বাড়িতে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়। গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা আকতার এবং পুলিশ মিলে উদ্ধারকৃত চাল নিয়ে আসে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সহকারী কমিশনার ভূমি সালমা আকতার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামের কুশা ফকিরের ছেলে আসালত মিয়া (৪৫) এবং আব্দুল্লাহ মোল্লার ছেলে মিনহাজুল মোল্লার (৪৩) বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি শুরু করেন। এসময় গাবতলী পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু ও গ্রামের লোকজনের উপস্থিতিতে আসালতের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ৫০ বস্তায় ২ হাজার ৫’শ কেজি এবং মিনহাজুল এর ঘর থেকে ১২০ বস্তায় ৬ হাজার কেজি চাল উদ্ধার করেন। উদ্ধারকৃত ১৭০ বস্তায় মোট ৮ হাজার ৫’শ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। তবে চালগুলো কোথা থেকে কেনা হয়েছে তা জানা যায়নি। চাল উদ্ধার অভিযানের সময় আসালত এবং মিনহাজুল পলাতক ছিল। গাবতলী থানার ওসি মো. নুরুজ্জামান জানান, এ ব্যাপারে আসালত এবং মিনহাজুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। Share this:FacebookX Related posts: বগুড়ায় ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩ বগুড়ায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ বগুড়ায় পরকীয়ার জেরে যুবক খুন, বাবা-মেয়ে গ্রেপ্তার বগুড়ায় করোনা প্রতিরোধে পুলিশের সভা বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বগুড়ায় ১০ টাকা কেজির ৫০ বস্তা চালসহ এক ব্যক্তি আটক বগুড়ায় ধান কাটার উৎসব চলছে বগুড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২ বগুড়ায় আরও ১০৯ জন করোনায় আক্রান্ত বগুড়ায় নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত বগুড়ায় ১০ জুয়াড়ীর কারাদন্ড SHARES Matched Content দেশের খবর বিষয়: ১৭০ বস্তায়বগুড়ায়সরকারি চাল উদ্ধার