এজেআর কুরিয়ার সার্ভিসের ৫ প্রতারক আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০ অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরা থেকে এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের জেনারেল ম্যানেজারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি কমিশনার, ডিআইজি (ঢাকা রেঞ্জ) সহ অন্যান্য সংস্থা প্রধানদের ভুয়া সীল ও স্বাক্ষর জালিয়াতির অপরাধে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কুরিয়ার সার্ভিসের জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমান, আল আমিন, গিয়াস উদ্দিন, সেলিম দেওয়ান ও আব্দুল মান্নান। বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাস অবজারভারকে বলেন, ‘উত্তরা ৬ নং সেক্টর, ১ নং রোডের ৫৬ নং বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড ব্যবসা পরিচালনা করে আসছিল। আবাসিক এলাকায় ব্যবসা পরিচালনা করাকে কেন্দ্র করে উত্তরা ৬ নং সেক্টর কল্যান সমিতি সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ ডিএমপি পুলিশ কমিশনারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীতে সেই অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য আমার কাছে পাঠানো হলে অভিযোগকারী, অভিযুক্ত, সাক্ষীদের সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে হাজির হয়ে জবানবন্দি দেয়ার জন্য নোটিশ করি।’ তিনি বলেন, ‘নোটিশের পরিপ্রেক্ষিতে কুরিয়ার সার্ভিসের জেনারেল ম্যানেজারসহ ৫ জন তাদের কাগজপত্রসহ হাজির হয়ে বিভিন্ন অনুমতিপত্র দেখাতে থাকলে সেখানে দেখা যায় ডিএমপি কমিশনার, ডিআইজি হাইওয়ে পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি অফিস সংস্থার দেয়া এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের ভ্যান-পিকআপ সমগ্র বাংলাদেশে চলাচলের অনুমতিপত্র রয়েছে।’ তাপস কুমার দাস বলেন, ‘পরে সেগুলো সন্দেহ হলে কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখা যায় এর মধ্যে যে সকল সরকারি সীল-স্বাক্ষর রয়েছে তার সবগুলোই ভুয়া। পরে তাদের আটক করে উত্তরা পূর্ব থানায় পাঠানো হয়। তারা এভাবে সরকারি সীল-স্বাক্ষর জালিয়াতি করে আরও কোথাও প্রতারণা করেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ Share this:FacebookX Related posts: ডামুড্যায় কৃষি জমিতে পুকুর খনন, ইউএনও’র অভিযান পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক ধর্ষণের শিকার ৪ জন ঢামেকের ওসিসিতে ভর্তি রাতের আধারে পেঁয়াজসহ আটক ২ ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক কিশোরগঞ্জে পঞ্চাশ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেফতার বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের আরো দুই সদস্য গ্রেফতার সড়ক-মহাসড়কে চাঁঁদাবাজি, গ্রেফতার ১০৯ পুলিশ পরিচয়ে ছিনতাই, লাখ টাকাসহ আটক ৬ রাজধানীতে কোটি টাকার কষ্টি পাথরসহ আটক ৩ SHARES Matched Content অপরাধ বিষয়: ৫ প্রতারক আটকএজেআর কুরিয়ার সার্ভিসের