বিদ্যালয়ের কক্ষ থেকে ত্রাণ সামগ্রী জব্দ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০ অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট গণবিদ্যাপীট উচ্চ বিদ্যালয়ের দুটি রুমে মজুদ রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপাকে বিষয়টি জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে রাতে ওই বিদ্যালয়ে গিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক ত্রাণ সামগ্রীগুলো জব্দ করেন। এর মধ্যে রয়েছে, ৪৯টি শুকনো খাবারের বস্তা (চিনিসহ অন্যান্য পণ্য) ও ১০ কেজি করে ৫২টি চালের বস্তা। স্থানীয়রা জানান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী দুঃস্থদের মাঝে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে সেগুলো স্কুলের দুই রুমে মজুদ করে রেখেছিলেন। গত কয়েক মাস আগে সাভার উপজেলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী ২০১৯-২০ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্ত ও দুঃস্থদের মাঝে বরাদ্দের জন্য শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী পান পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। সেগুলো গত ০৭ অগাষ্ট বিতরণের কথা থাকলেও ইউপি চেয়ারম্যান ত্রাণ সামগ্রীগুলো বিতরণ না করে ওই বিদ্যালয়ের দুটি রুম নিজের ক্রয়কৃত তালা দিয়ে তালাবদ্ধ করে রাখেন। বৃহস্পতিবার বিকেলে স্কুল কর্তৃপক্ষ ত্রাণ সামগ্রীর বিষয়টি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপাকে জানালে তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হককে ঘটনাস্থলে পাঠান। একরামুল হক রাতে বিদ্যালয়ের দুটি রুমের তালা খুলে ৪৯টি শুকনো খাবারের বস্তা ও ৫২টি চালের বস্তা জব্দ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘বন্যার্ত ও দুঃস্থদের মাঝে ত্রাণগুলো বিতরণের জন্য সেগুলো সেখানে ইউপি চেয়ারম্যান রেখেছেন।’ সেগুলো তিনি কি কারণে এত দিন বিতরণ করেননি বা আত্মসাতের উদ্দেশ্যে সেগুলো এখনে রেখেছে কি না এমন প্রশ্নের জবাবে একরামুল হক সাংবাদিকদের কোন উত্তর না দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে পাথালিয়া ইউপি সচিব শরিফুলও ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। এ সময় উৎসুক জনতা বিদ্যালয়ের মাঠে জড়ো হয়ে ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ানের কঠোর শাস্তি দাবি করে বলেন, দেশের মানুষ যেখানে ত্রাণ সামগ্রী পাচ্ছে না, সেখানে কিভাবে চেয়ারম্যান আত্মসাতের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী মজুদ করে রেখেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা বলেন, ‘০৭ অগাষ্টের মধ্যে দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার কথা ছিলো। সেগুলো ইউপি চেয়ারম্যান কেন বিতরণ করেননি? তাকে এ অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার বক্তব্যের শুনে আমরা তার বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নেবো।’ এ বিষয়ে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ‘এ ইউনিয়নে ত্রাণ সামগ্রীর কার্ড পাওয়া অনেক লোকজন নানা সমস্যার কারণে ত্রাণ সামগ্রীগুলো নিয়ে যায়নি। সে জন্য সেগুলো সেখানে মজুদ করে রাখা হয়েছে। আর যে দুটি রুমে ত্রাণ সামগ্রী রাখা হয়েছে সেই রুম থেকে আমরা সারা বছর ত্রাণ সামগ্রী বিভিন্ন স্থানে বিতরণ করি, আর কোন উদ্দেশ্যে নয়।’ Share this:FacebookX Related posts: পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক খেলার সময় হাতে নাতে ১১ জুয়াড়ি আটক বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ দুই পুলিশ কনস্টেবলকে চড়, যুব মহিলা লীগ নেত্রী আটক নিখোঁজের ৩ মাস পর মাটির নিচ থেকে কাঠ মিস্ত্রীর লাশ উদ্ধার আজ সারাদেশেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা করোনা আক্রান্ত নাগরপুরের এসিল্যান্ড ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সস্ত্রীক করোনায় আক্রান্ত র্যাপিড টেস্ট কিটের উদ্ভাবক ড. ফিরোজ ৬ ঘন্টা পড়ে ছিল লাশ, কেউ এগিয়ে আসেনি সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভাঙ্গায় কিশোর মোবাইল প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ত্রাণ সামগ্রী জব্দবিদ্যালয়ের কক্ষ থেকে