চিতলমারীতে ক্রামবোর্ড খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধ : বাগেরহাটের চিতলমারীতে ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সৃষ্ট গন্ডগোলের জের ধরে ১ যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মৃতের নাম সহীদ শেখ (৪৫)। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার বড়বাড়ীয়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পিবিআইএর কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও পত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, উপজেলার বড়বাড়ীয়া চরপাড়ার মৃত ফজলু শেখের পুত্র হামিম শেখ বাড়ীর পাশে দোকানের সাথে একটা ক্রাম বোর্ড বসায়। কিন্তু পাশর্^বর্তী নান্নু শেখের পুত্র লুৎফর শেখ ও তার লোকজন বোর্ডটি চালাতে বাধা দেয়। এ বিষয়ে ২৯ ডিসেম্বর রবিবার দুই পক্ষের ভিতর কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে দলবল নিয়ে লুৎফর রহমান হামিম শেখের ক্রাম বোর্ডটি ভেঙে দেয়। পরে স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় ঘটনার মিমাংশা হয়। মঙ্গলবার সকাল বেলা ওই বিষয় নিয়ে আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে নান্নু শেখের পুত্র লুৎফর শেখ (৪৫) তার সংগীয় ভাই ও আত্মীয়স্বজন নিয়ে সহীদ শেখ ও তার ভাইদের উপর ঘরে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ভেলার কোপ ও লোহার পাইপের বাড়িতে সহীদ ও শাহীদ শেখ (৪২) মারাত্মকভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে চিতলমারী হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার সহীদ শেখকে মৃত ঘোষনা করে এবং শাহীদ শেখের অবস্থা আশংকাজনক দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত সহীদ শেখের ছোট ভাই দোকানদার হামিম শেখ (২৫) জানান, “আমার ভাই একজন নীরিহ মানুষ। সবার উপকারে সে ছটে যেতো। আমার সামনে আমার ভাইদের ও আমার উপর প্রতিপক্ষ হামলা চালিয়ে বড় ভাইকে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।” বাগেরহাটের প্রশাসন ও অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, পিবিআই এর সাব ইন¯েপক্টর মোঃ আরিফ শেখ এবং চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। রাণীনগরে প্রবাসীর উদ্দ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Share this:FacebookX Related posts: কুষ্টিয়ায় প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের কম্বল বিতরণ কুষ্টিয়ায় শিশু অপহরণ মামলায় নারীর যাবজ্জীবন চিতলমারীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ভারতে পাচার হওয়া দুই কিশোরীকে বাংলাদেশের বেনাপোল দিয়ে হস্তান্তর খুলনার পুলিশ সুপার শফিউল্লাহ করোনা আক্রান্ত যশোরের শার্শায় মাছের ঘেরে র্যাবের অভিযান গাঁজাসহ গ্রেফতার-১ অভিমানে নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা জমি অধিগ্রহণের চেক বিতরণ করেন সিটি মেয়র খুলনার জেলা প্রশাসক হেলাল হোসেন ডিজিটাল ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড পেলেন ঝিনাইদহে ৬০ হাজার করোনার ভ্যাকসিন চিতলমারীতে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে ১৬ মুক্তিযোদ্ধা SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ক্রামবোর্ড খেলাচিতলমারীতযুবক. কুপিয়ে হত্যা