পাটগ্রামে পাথর শ্রমিককে পিটিয়ে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০ অনলাইন ডেস্ক ; লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি মাঝিপাড়া গ্রামের পাথরশ্রমিক মজনু হোসেনকে (২৮) রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা পুলিশ দুই জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি মাঝিপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে দিনমজুর মজনুহোসেন ধরলা নদী থেকে নুড়ি পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে। পাথর উত্তোলনের সময় প্রতিদিন একই এলাকার সাহাজুদ্দিন (সাদ্দিন) কে নৌকা প্রতি ৫০ টাকা করে চাঁদা দিতে হয়। বৃহস্পতিবার সকালে মজনু হোসেন চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সাদ্দিন ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মজনু পানিতে লুটিয়ে পড়ে। এ সময় প্রতিবেশী রাসেল, মোহাম্মদ ও সাদ্দিনের ছোট ভাই মোজাম্মেল হক মজনুকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকে সাদ্দিন ও তার স্ত্রী রহিমা বেগম লাঞ্চিত এবং মারপিট করে। সাদ্দিনের ছোট ভাই মোজাম্মেল হক বলেন, অত্যন্ত নির্দয়ভাবে লোহার রডদিয়ে প্রতিবেশীর ছেলে মজনুকে আঘাত করলে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, নদী থেকে নুড়ি পাথর উত্তোলনকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মজনুহোসেন মারা যায়। পুলিশ দু’জনকে আটক করেছে। থানায় মামলা হয়েছে। Share this:FacebookX Related posts: লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে যুবক নিহত আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ রাণীশংকৈলে ঝুঁকিতে সেতু, থামছেই না বালু উত্তোলন রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম বঙ্গবন্ধু নিজেও খেলোয়াড় ছিলেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী SHARES Matched Content দেশের খবর বিষয়: পাটগ্রামেপাথর শ্রমিককেপিটিয়ে হত্যা