গায়ের রং নিয়ে অপমান, কড়া জবাব দিলেন শাহরুখ কন্যা সুহানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ স্পোর্টস ডেস্ক :বলিউড বাদশা শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা খান। তাকে মাঝে মধ্যেই দেখা যায় নানারকম সচেতনামূলক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে। সম্প্রতি তার একটি ছবিতে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করায় ক্ষুব্ধ হয়েছেন সুহানা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে এমন এক মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত শেয়ার করেন তিনি। সেটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। সুহানার গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেছিলেন একজন। সেই মন্তব্যের স্ক্রিনশট দিয়ে বেশ ক্ষুব্ধ ভাষায় সুহানা তার পোস্টে লেখেন, ‘বর্তমানে নানা বিষয় নিয়ে আমরা অস্থির সময় পার করছি। আমার মনে হয় এটিও একটি ব্যাপার যা নিয়ে আমাদের এখনই আলোচনা করা উচিত। কারণ শুধু আমি একা নই, আমার মত অনেক ছেলেমেয়েই রয়েছেন যারা এই নিকৃষ্ট ভাবধারা নিয়ে বেড়ে ওঠেন। আমার ছবিতে মাঝে মাঝেই দেখা যায় অনেকে আমার গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেন। বেশি অবাক লাগে তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং ভারতীয় এটা দেখে। নিজ দেশের মানুষের কাছ থেকে এমন মন্তব্য আমাকে নিরাপত্তাহীন করে তোলে।’ তিনি আরও লিখেছেন, ‘ভারতীয় হিসেবে আমাদের গায়ের রং জন্মগত শ্যামলা বা বাদামি। অনেকের ক্ষেত্রে তা পরিবর্তনও হয়। কিন্তু এই ব্যাপারগুলো তো কারো হাতে নেই। কারো উচ্চতা বা গায়ের রং নিয়ে কথা বলো সত্যিই লজ্জাজনক। আমি ৫ ফুট ৭ ইঞ্চি না, আমি ৫ ফুট ৩ ইঞ্চি এবং আমার গায়ের রং শ্যামলা; আর আমি তাই নিয়ে খুশি। আমি মনে করি আপনারও খুশি হওয়া উচিত।’ তার সেই পোস্টটি নজর কেড়েছে নেটবাসীদের। বলা যায় সেটি মনে ধরেছে সবাই। কটু মন্তব্য করা ওই ব্যক্তিটিকে ধুয়ে দিয়েছেন সুহানার ফলোয়ারেরা। সেইসঙ্গে গায়ের রং নিয়ে মেয়েদের অপমান করার প্রতিবাদ জানানোর জন্য সুহানার জন্য ভালোবাসা জানিয়েছেন তারা। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সুহানা খান। এর দিন কয়েক আগে বলিউডের মাদককান্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গিয়েছে তাকে। সেখানে তিনি দাবি করেছিলেন সবকিছুতে শুধু মেয়েদের দোষটাই দেখা হয়। মেয়েদেরকে অপরাধী করতেই যেন সমাজের আনন্দ। কোনো পুরুষকে মাদকের জন্য সমন পাঠানো হয়নি, সেই বিষয়টি নিয়েই ছিলো তার পোস্ট। Share this:FacebookX Related posts: নিজের অফিস বাঁচাতে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব উস্কে দিলেন কঙ্গনা শাহরুখ-কাজলকে সম্মান জানিয়ে টুইটারে নতুন ইমোজি কর্মীকে দামি গাড়ি গিফট দিলেন জ্যাকুলিন শিক্ষায় বড় পরিবর্তন’র উদ্যোগ প্রশ্ন সক্ষমতা নিয়ে আশার মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য জনপ্রিয় ১৪৫ গানের স্বত্ব বিক্রি করে দিলেন শাকিরা আক্রমণাত্মক পদক্ষেপ নেয়ার ঘোষণা দিলেন কিম এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই, মরদেহ রামেকের হিমঘরে রাস্তা থেকে তুলে চরে নিয়ে কলেজছাত্রীকে ৫ জনের ধর্ষণ স্ত্রী সানা খানকে নিয়ে এবার যা বললেন স্বামী এবার ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী এবার খোলামেলা পোশাকে নুসরাত SHARES Matched Content বিনোদন বিষয়: অপমানকড়াকন্যাগায়েরজবাবদিলেননিয়েরশাহরুখসুহানা