বুধবার বাংলাদেশে জন্ম নেবে ৮০৯৩ শিশু

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

নিউজ ডেস্কঃ ২০২০ সারের প্রথম দিনে বাংলাদেশে ৮ সহস্রাধিক শিশু জন্ম নেবে বলে জানিয়েছে ইউনিসেফ।সারা পৃথিবীতে প্রায় ৩ লাখ ৯২ হাজার ৭৮ শিশু এদিন পৃথিবীতে আসবে। এর মধ্যে ৮ হাজার ৯৩ শিশু বাংলাদেশে জন্ম নেয়ার সম্ভাবনা রয়েছে।জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।সংস্থাটির নির্বাহী রিচালক হেনরিয়েটা ফোর বলেন, ‘নতুন বছর ও নতুন দশকের সূচনা কেবল আমাদের নয়, উত্তরসূরীদের ভবিষ্যতের প্রতিও আমাদের আশা ও আকাঙ্ক্ষাগুলো প্রতিফলিত করার সুযোগ’।ইউনিসেফ বলছে, ২০২০ সালের প্রথম শিশুটির জন্ম হবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে; যুক্তরাষ্ট্রে হবে শেষ শিশুটির জন্ম।

বছরের প্রথম দিনে বেশি জন্ম নেয়া শিশুদের তালিকায় রয়েছে যেসব দেশ

১. ভারত — ৬৭,৩৮৫
২. চীন — ৪৬,২৯৯

৩. নাইজেরিয়া — ২৬,০৩৯

৪. পাকিস্তান — ১৬,৭৮৭
৫. ইন্দোনেশিয়া — ১৩,০২০

৬. মার্কিন যুক্তরাষ্ট্র — ১০,৪৫২

৭. কঙ্গো — ১০,২৪৭
৮. ইথিওপিয়া — ৮,৪৯৩
গত তিন দশকে বিশ্বজুড়ে শিশুদের বেঁচে থাকার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে এবং বিশ্বজুড়ে পঞ্চম জন্মদিনের আগেই মৃত্যুবরণ করা শিশুদের সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে।২০২০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা শিশুর হিসাব জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা সম্ভাবনার (২০১৯) সাম্প্রতিক সংস্করণের ভিত্তিতে করা হয়েছে। এই উপাত্তসমূহের ওপর ভিত্তি করে ওয়ার্ল্ড ডেটা ল্যাবের (ডব্লিউডিএল) গণনা প্রকল্প প্রতিটি দেশে প্রতিদিন জন্মগ্রহণ করা শিশুর সংখ্যার সম্ভাব্য হিসাব তৈরি করেছে।

সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৩ জনকে দুদকের তলব