১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ নিউজ ডেস্কঃ চলতি বছর (২০১৯) মোট ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। দেশটির বিদেশি পর্যটকের ৬৫.৬১ শতাংশই এখন বাংলাদেশি।চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা, শিক্ষা নানা কারণেই বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক লোক প্রতিবছর ভারতে গমন করছেন। দিন দিন এই সংখ্যা বৃদ্ধিও পাচ্ছে। এ ছাড়া ভারতে মুক্তিযোদ্ধাদের ৫ বছরব্যাপী ভিসা প্রদান করা হচ্ছে।গণমাধ্যমের কাছে এসব তথ্য জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।সূত্রটি জানায়,এক বছরে এত সংখ্যক ভিসা এর আগে কখনই ইস্যু করা হয়নি। রেকর্ড সংখ্যক ভিসা ইস্যু করার বছর স্মরণীয় করে রাখতে আজ (মঙ্গলবার) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় ভিসা সেন্টার।সকাল সাড়ে ১০টায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে তিনজন মুক্তিযোদ্ধার হাতে ভারতীয় ভিসাসহ পাসপোর্ট তুলে দেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। এ সময় হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় প্রতি বছরই ভারতে বাংলাদেশিদের ভ্রমণ বাড়ছে। হিসাব মতে, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ বিদেশি ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ১৮ লাখ ৬৩ হাজার ২৭৮, যুক্তরাজ্যের ১৩ লাখ ৬৯ হাজার ৫৪৮, কানাডার ৪ লাখ ৭৮ হাজার ২২৮, শ্রীলংকার ৪ লাখ ৫১ হাজার ৭৩৬, অস্ট্রেলিয়ার ৪ লাখ ৪৪ হাজার ৩৩, মালয়েশিয়ার ৪ লাখ ১১ হাজার ৫০, রাশিয়ার ৩ লাখ ৭৭ হাজার ৮৩, চীনের ৩ লাখ ৭৫ হাজার ৪৪৯ এবং জার্মানির ৩ লাখ ৬০ হাজার ৮৪৩ নাগরিক ভারত ভ্রমণ করেন।মঙ্গলবারের বিশেষ অনুষ্ঠানে আগামী বছর এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেও হাইকমিশন সূত্র জানিয়েছে। ‘শিশুদের পরীক্ষাভীতি কাটাতে সফল সরকার’ Share this:FacebookX Related posts: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. হাছান মাহমুদের সাক্ষাৎ ‘ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের কোন প্রয়োজন ছিল না’ ভারতের মরণোত্তর ‘পদ্মভূষণ’ পুরস্কার পেলেন মোয়াজ্জেম আলী ৯৯৯ এ ফোন: ভারতীয় লেখকের পাসপোর্ট উদ্ধার বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইনসহ করোনা সামগ্রী দিল ভারত ভারত থেকে আরও ২২১ বাংলাদেশি দেশে ফিরলেন করোনা মোকাবিলায় বাংলাদেশকে তৃতীয় দফায় সহায়তা সামগ্রী দিল ভারত কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা দিয়েছে বেক্সিমকো ভারত হারালো বিজ্ঞ নেতাকে বাংলাদেশ হারালো আপনজনকে পর্যাপ্ত করোনা টিকা পাওয়ার মূল বাধা ভারত : ডা. জাফরুল্লাহ আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত SHARES Matched Content জাতীয় বিষয়: ১৫ লাখ বাংলাদেশিকেদিয়েছেভারতভিসা