লক্ষ্মীপুরে জেএসসিতে সেরা সাফল্যের ৩টি বিদ্যালয়

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে জেএসসিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জন করে জেলার সেরাসাফল্য অর্জন করেছে ৩টি বিদ্যালয়। বিদ্যালয়গুলো হচ্ছে- সদর উপজেলার লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ।৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেএসসি ফলাফল ঘোষণা হলে এই ৩টি বিদ্যালয় জেলার কাঙ্খিত জিপিএ-৫ অর্জনসহ কৃতিত্বপূর্ণ ফলাফল লাভ করে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের জেএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৪৪ পরীক্ষার্থী সবাই পাস করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন, এ গ্রেড ১৪২, এ-৩৩, বি গ্রেড ১৮, সি গ্রেড ৯ জনসহ শতভাগ পাস।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৩৩ জন জিপিএ-৫, ১৪৭ জন, ৯৫ জন এ-, ৫৮ জন বি গ্রেড ও ১৮ জন সি গ্রেডসহ ৩৫১ পরীক্ষার্থী সবাই পাস করেছে।
এছাড়া রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ থেকে ১৮৫ জন পরীক্ষার্থী সবাই পাস করে। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন, ৬২ জন এ গ্রেড, ৩৯ জন এ-, ৩৭ জন বি গ্রেড, ২৪ জন সি গ্রেডে পাস করে।

এসএসসি ও এইচএসসি: দুই বিষয়ের পরীক্ষা বাতিল