পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

অনলাইন ডেস্ক : শ্রমিক-কৃষকের স্বার্থে সিরাজগঞ্জের জাতীয় জুটমিলসহ দেশের সব পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং শ্রমিক-কর্মচারীদের সাড়ে চার বছরের মজুরি-বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারিরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় জুটমিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে মিলের প্রধান গেইটের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে শ্রমিক-কর্মচারিরা এ দাবি জানান।

জাতীয় জুটমিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের আহ্বায়ক বরকতুল্লাহ, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার ও জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি ইসমাইল হোসেন ও জাতীয় জুটমিল শ্রমিকলীগের সভাপতি আওরঙ্গ আজিজ স্বপন প্রমূখ।

বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনা চলা অবস্থায় হঠাৎ করেই সরকার কর্তৃক গত ২ জুলাই বন্ধ করে দেওয়া হয় সিরাজগঞ্জের জাতীয় জুটমিলসহ দেশের ২৫টি পাটকল। করোনা দুর্যোগ পরিস্থিতিতে কারখানা বন্ধ করে দেওয়া হলেও শ্রমিকদের প্রাপ্য বকেয়া ও ঈদ বোনাস এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। এ কারণে সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের ২২শ’ শ্রমিক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।

এ সময় বক্তারা জাতীয় স্বার্থে সব পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে রাষ্ট্রীয় মালিকানায় রেখে লাভজনকভাবে মিল পরিচালনা ব্যবস্থা নেওয়া, কথিত লোকসানের জন্য দায়ীদের চিহ্নিত করে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসা এবং সাড়ে চার বছরের মজুরি-বোনাস ও করোনাকালে সাধারণ ছুটির টাকা পরিশোধের দাবি জানান।