পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন। তার জায়গায় এখন যুক্ত হবেন রাবাব ফাতিমা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়েছে যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।মাসুদ বিন মোমেন ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

এদিকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে যোগ দিচ্ছেন।মাসুদ বিন মোমেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে দু’দেশের সম্পর্ক খুবই জোরদার হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে রোহিঙ্গা ইস্যুতে তিনি সফল ভূমিকা রেখেছেন।

রাষ্ট্রীয় পদক পাচ্ছেন এসআই ইসমতারা ও এএসআই বিকাশ চন্দ্র সরকার