হালুয়াঘাটে মাছের খাদ্য দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাগিসপুর গ্রামের নিজ ফিসারিতে মাছের খাদ্য দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত রাসেল বাগিসপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান জানান, নিজদের ফিসারিতে নিহত রাসেল ও মোজাফর সোহেল দুই ভাই বিকালে মাছের খাদ্য দিতে বাড়ির পাশে ফিসারিতে আসেন। পরে সোহেল মাছের খাদ্য দিয়ে বাড়ি ফিরে যায়। ফিসারিতে বাঁশের খুটিতে থাকা বৈদ্যুতিক বাতির তার ছিড়া দেখতে পেয়ে রাসেল তার জোড়া দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন পাওয়ার পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অত্র থানায় অপমৃত্যু মামলা রুজু করেছেন বলে জানান।