২ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ আন্তর্জাতিক ডেস্কঃ দুই ঘণ্টার ব্যবধানে ৪ বার কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীরসহ পাকিস্তানের একাংশ। সোমবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে প্রথমবার কম্পন অনুভূত হয়।সূত্রের খবর অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর। বারবার মাটি কেঁপে ওঠায় বহু মানুষজন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাড়ি থেকে প্রচণ্ড শীতের মধ্যেও বেরিয়ে আসেন।ইয়োরোপিয়ান-মেডিটারনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, প্রথম কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭। ৬ মিনিট পর দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৫.৫। তৃতীয় কম্পন রাত ১০টা ৫৮ মিনিটে অনুভূত হয়। ওই সময় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। রাত ১১টা ২০ মিনিটে অনুভূত হওয়া শেষ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪।এছাড়া তৃতীয় ও চতুর্থ কম্পনটি ভূপৃষ্ঠ থেকে ৩৬ ও ৬৩ কিলোমিটার গভীরে হয় বলে জানায় সূত্রটি।এদিকে সোমবার রাত ১০টা ২৯ মিনিটে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। সূত্র- জিনিউজ এখন থেকে মোবাইলে কথা বলতে পারবেন কারাবন্দীরা! Share this:FacebookX Related posts: ভাইরাস আতঙ্ক: চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ করোনাভাইরাস-জয়ী ২০ রোগীর উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত উহান ফ্রান্সের আইসিইউতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস করোনার চিকিৎসায় বিনামূল্যে ‘অ্যাভিগান’ দেবে জাপান করোনার সঙ্গে বেঁচে থাকাটাই এখন নিউ নর্মাল: টেড্রোস বিশ্বব্যাপী সুস্থ হয়ে ফিরলেন ৬৪ লক্ষাধিক বিশ্বে প্রথমবার একদিনে দুই লাখ করোনা রোগী শনাক্তের রেকর্ড সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু ৬শ বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে বাংলাদেশি এই কিশোরী গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ২ ঘণ্টায়৪ বার ভূমিকম্প