গণপিটুনিতে গরু চোর নিহত

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

অনলাইন ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে গণপিটুনিতে এক গরু চোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জল হোসেন (৩২) উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শেখের মারিয়া গ্রামের কৃষক বেলাল হোসেনের গোয়াল ঘরের তালা কেটে ভেতরে ঢুকে একটি গাভী গরু চুরির চেষ্টা করে চোরেরা। বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া করে। একপর্যায়ে উজ্জল হোসেন নামে এক চোরকে ধরে ফেলে। এ সময় আরও ৩ জন পালিয়ে যায়। পরে গরু চোর উজ্জল হোসেনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, ওই গ্রামের বেলালের বাড়িতে গরু চুরি করতে গেলে এলাকাবাসী ধাওয়া করে গরু চোরকে ধরে ফেলেন। এ সময় ৩ জন পালিয়ে যায়। এলাকাবাসীর গণপিটুনিতে উজ্জল হোসেন নামে এক পেশাদার চোর নিহত হয়। উজ্জল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় মামলা করা হবে।