একাদশ জাতীয় সংসদে আ.লীগের বর্ষপূর্তিতে চাঁপাইনবাবগঞ্জে আনন্দর‍্যালী

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের একাদশ জাতীয় সংসদে এক বছর পূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আ.লীগ কার্যালয় হতে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

র‍্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আয়াতনুর ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মো. পারভেজ হাসান বাবু। র‍্যালীতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আ.লীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় গ্রাম বাংলার লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত