লক্ষ্মীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

অনলাইন ডেস্ক : ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শিখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ এমন প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত ভাবে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রসূণ চন্দ্র মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী প্রমূখ।

এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।