অবশেষে খুলছে তাজমহল

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃঅবশেষে খুলছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও নান্দনিক স্থাপনা ভারতের তাজমহল। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ছয় মাস বন্ধ থাকার পর আগামী ২১ সেপ্টেম্বর তাজমহল খুলে দেয়া হবে। একইসঙ্গে খুলছে আগ্রা ফোর্টও। খবর ইন্ডিয়া টুডের।

উত্তরপ্রদেশের পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীভাস্তভা জানিয়েছেন, দর্শনার্থীদের কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরা বাধ্যতামূলক।


আগ্রার জেলাশাসক প্রভু সিং জানিয়েছেন, দিনে পাঁচ হাজারের বেশি লোককে তাজমহলে ঢুকতে দেয়া হবে। আগ্রা ফোর্টে ঢুকতে পারবেন আড়াই হাজার।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত সরকার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকার শীর্ষে থাকা ওই মুসলিম স্থাপত্যকলার অনুপম নিদর্শনটি ১৭ মার্চ বন্ধ করে দেয়।

জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো) সাদা মার্বেলে নির্মিত তাজমহলকে ‘মুসলিম শিল্পের রত্ন’ হিসেবে অভিহিত করেছে।

উল্লেখ্য, আগে তাজমহলের বাইরে কাউন্টারে মিলত ভেতরে প্রবেশের টিকিট। তবে এখন থেকে টিকিট কাটতে হবে অনলাইনে। আগে দু’রকমের টিকিটের মূল্য ছিল ৫০ ও ২৫০ টাকা। সেই মূল্য কিছু বদল হবে কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি।