পঞ্চগড় জেলা প্রশাসকের পিএইচডি ডিগ্রী অর্জন

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন মালা পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদারের তত্ত্বাবধানে সম্পাদিত Health Service Delivery through community clinics of Bangladesh : An appraisal শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

ড. সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়। ড. সাবিনা ইয়াসমিনের বাবা শহীদ বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন মনি এবং মাতা মরহুম সালমা বেগম।তাঁর স্বামী মোঃ শরীফ হোসেন হায়দার বর্তমানে পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। ড. সাবিনা ইয়াসমিন মালা’র এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিনি বর্তমানে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।