‘দেশে রাজনীতির পরিবর্তনটা খুব বেশি জরুরি হয়ে গেছে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০ অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বে রাষ্ট্র চিন্তা, অর্থনৈতিক চিন্তা, দর্শন, সমাজনীতির একটা পরিবর্তন আসবে। তবে সেটা কি আসবে জানি না। আর আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে পরিবর্তনটা খুব বেশি জরুরি হয়ে গেছে। মানুষের বেঁচে থাকার জন্য, তার বেঁচে থাকার নিশ্চয়তার জন্য, সবশেষে মানুষের সাংবিধানিক যে অধিকার সে অধিকার নিশ্চিত করার জন্য। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আজকে এই মহামারির সময়ে কতগুলো খাতে ব্যয় করা হচ্ছে। এগুলো কিন্তু ব্যয় করার প্রয়োজন নেই। কোথাও কোন জবাবদিহিতা নেই। যা খুশি তাই করা হচ্ছে। এই কথাগুলো আমাদের না। এই কথাগুলো নিরপেক্ষ সংস্থার। টিআইবি বলেছে, এই মহামারিতে বাংলাদেশে যতোটা দুর্নীতি হয়েছে এমন দুর্নীতি মনে হয় পৃথিবীর কোথাও হয়নি। মিনিমাম যে বিবেক বা মানুষের জন্য যে মিনিমাম ভালোবাসা দরকার সেটা পর্যন্ত তাদরে নাই। তিনি বলেন, এই কোভিডের মধ্যেও আমরা আমাদের কাজ করেছি। কাজ করার চেষ্টা করছি। দেশের এই অবস্থা কি শুধু বিএনপির সমস্যা? না বাংলাদেশের সমস্যা। আপনার অধিকারের যে নিশ্চয়তা, আপনার আদালতের যে স্বাধীনতা এটা কি শুধু আমাদের বিএনপির সমস্যা? এই সমস্যা দেশের সব মানুষের। এই যে আপনাদের প্রেসের কথাই চিন্তা করেন। আপনারা না বললেওতো আমরা জানি। কিভাবে আপনাদের প্রেসকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। Share this:FacebookX Related posts: সরকারের ব্যর্থতায় দেশে ধর্ষণের উৎসব : ফখরুল বিএনপি নির্বাচন ও আন্দোলনে পরাজিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : ওবায়দুল কাদের পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া হবে : ব্যারিস্টার তাপস কোনো প্রার্থীর বাড়ি যাওয়া কূটনীতিকের কাজ নয় : হাছান দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ ১৪ দিন শেষ হলেও খালেদা কোয়ারেনটাইনেই থাকবেন কিছু মানুষ নিয়ম না মানায় করোনা ছড়িয়ে পড়ছে অপরাধী দলীয় পরিচয়ধারী হলেও ছাড় দেয়া হবে না: ওবায়দুল কাদের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ফখরুল ‘বিএনপি নেতারা কি চান, তা তারাও জানে না’ টিকা নিলেন মুহিত, বললেন কোনো অনুভূতি নেই শুধু বক্তৃতা-স্লোগান নয়, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: খুব বেশি জরুরি হয়ে গেছে’দেশেরাজনীতির পরিবর্তনটা