উত্তরায় ভুয়া বিসিএস ক্যাডার আটক

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় উপ-পুলিশ কমিশনারের অফিস থেকে বিসিএস ক্যাডার পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ।সোমবার দুপুরে তাকে আটক করা হয়।

আটককৃত মো. হাফিজুর রহমান (৪২) নিজেকে ২২ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ও বাংলা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত বলে পরিচয় দিতেন।

উত্তরা পূর্ব থানার এসআই ইশতিয়াক বলেন, আটককৃত প্রতারককে উপ-পুলিশ কমিশনারের অফিস থেকে উত্তরা পূর্ব থানায় নিয়ে আসা হয়েছে। তার নাম হাফিজুর রহমান বলে জানিয়েছে সে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উত্তরা দক্ষিণখান জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হাফিজুর রহমান অবজারভারকে বলেন, দুপুরে জমি সংক্রান্ত অনৈতিক তদবির নিয়ে আসে এই প্রতারক। প্রতারক নিজেকে তখন ২২ তম বিসিএস ক্যাডার ও বাংলা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক পরিচয় দেন। তার কথাবার্তা ও আচার আচরণে সন্দেহ হলে খোজঁ নেয়া হয় বাংলা কলেজে। জানা যায় এই নামে সেখানে কেউ কর্মরত নেই। পরে তাকে আটক করা হয়।